এ সি আই ক্রপ কেয়ার, এ সি আই ফর্মুলেশন্স লিমিটেড এর একটি ব্যবসায়িক শাখা। আমরা প্রতিষ্ঠার এক যুগের ও বেশী সময় ধরে দেশের কৃষকদের ভাগ্যোন্নয়নের উদ্দেশ্যে ফসলের সুরক্ষা, বালাইনাশকের নিরাপদ ব্যবহার ও সামগ্রিক বালাইব্যবস্থাপনার মাধ্যমে সুন্দর ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি।
অভিজ্ঞতার কথা
পেয়ারা বাগানে ডাল ছাঁটাইয়ের ৩-৫ দিনের মধ্যে পুরো গাছ সম্পূর্ণভাবে ভিজিয়ে ফ্লোরা স্প্রে করলে অধিক ফলন পাওয়ার মাধ্যমে সাফল্য সুনিশ্চিত।
সম্প্রতি বিশ্বের স্বনামধন্য এগ্রো-কেমিক্যাল প্রতিষ্ঠান UPL (ইউ.পি.এল) এর সাথে এ সি আই ফর্মুলেশন্স লিমিটেড একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে এখন থেকে UPL এর বিভিন্ন আধুনিক ও উন্নতমানের বালাইনাশক পণ্যসমূহ এ সি আই ফর্মুলেশন্স লিমিটেড এর হয়ে এ সি আই ক্রপ কেয়ার বাংলাদেশে বাজারজাত করবে । উক্ত অনুষ্ঠানে UPL এর স্থানীয় প্রতিনিধিবৃন্দ এবং এ সি আই ফর্মুলেশন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এ সি আই ক্রপ কেয়ার কৃষিতে অনন্য অবদানের জন্য “এগ্রো এ্যাওয়ার্ড -২০১৭” অর্জন করেছে। এই এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটির আয়োজন করেছিল 'স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক' এবং সহায়তায় ছিল 'বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম'। এ সি আই ক্রপ কেয়ার 'বেস্ট অরগানাইজেশন ইন সাপোর্ট এ্যান্ড এক্সেকিউশন' বা কৃষি খাতে সহায়তা প্রদান ও বাস্তবায়নে সেরা সংস্থা হিসেবে এই এ্যাওয়ার্ডটি জিতে নেয়।
ফ্লোরা একটি পরিবেশবান্ধব পন্য। গাছ স্বাস্থ্যবান হয় এবং অধিক পাতা ও ডানপালা গজায় । অধিক শিঁকড় গজানোর ফলে মাটি থেকে অধিক পুষ্টি গ্রহন করে। ফুল-ফলের রঙ চকচকে ও সম আকৃতির বড় হয়। সর্বোপরি ফলন বৃদ্ধি পায় ২০-৩০% পর্যন্ত।