ভুট্টার বীজ শোধন করা জরুরী কেন?

  • বীজে থাকা রোগ জীবানু পূর্নাংগ ভুট্টা গাছে পরিবাহিত হয়ে ফলন কম হতে পারে। 
  • অশোধিত বীজে সহজেই মাটি বাহিত রোগ আক্রান্ত করতে পারে

এসিফ্লো দ্বারা ভুট্টা বীজ শোধন করলে: 

- বীজ বাহিত রোগের জীবাণু ধ্বংস করে
- মাটি বাহিত রোগের জীবাণু ধ্বংস করে
- অঙ্কুরোদগমের সংখ্যা বাড়ায়
- দ্রুত সময়ে অঙ্কুরোদগম নিশ্চিত করে
- শিকড়ের সংখ্যা বাড়ায়
- সবল ও শক্তিশালী চারার নিশ্চয়তা নিশ্চিত করে
- গাছের কৌলিতাত্ত্বিক বৈশিষ্ট্য বজায় রাখতে সাহায্য করে
 

বীজ শোধক এসিফ্লো কি?

এসিফ্লো এর মূল ঊপাদানঃ কার্বোক্সিন ২০% + থিরাম ২০%

  • এটি খুব সহজেই পানিতে দ্রবীভূত হয়, যা বীজ শোধন ও ব্যবহারকারীর জন্য অন্য ফরমুলেশনের তুলনায় নিরাপদ 
  • বীজের অঙ্কুরোদগমে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে না
  • বীজের গুনাগুন অক্ষুণ্ণ রাখে
  • তরল ফরমূলেশন হওয়ায় কোনো রকম ধূলিকণার উপস্তিতি এর মাঝে পাওয়া যায় না
  • বীজ শোধনে ব্যবহৃত মেশিন সহজে পরিষ্কার করা যায়

এসিফ্লো যেভাবে কাজ করেঃ

  • এসিফ্লো ছত্রাকের শ্বসন প্রক্রিয়ায় কোষীয় ইলেকট্রন স্থানান্তরে বাঁধা প্রদান করে মাইট্রোকন্ড্রিয়ার শক্তি উৎপাদনকারী সকল ক্রিয়াকলাপ স্থগিত করে ছত্রাককে মেরে ফেলে।
  • এছাড়াও ছত্রাকের এনজাইম এর আদান প্রদান, স্পোর এর অঙ্কুরোদগম এবং মাইসেলিয়ামের বৃদ্ধি বন্ধ করে ছত্রাককে ধ্বংস করে ফেলে।

এসিফ্লো দিয়ে ভুট্টার বীজ শোধনের পদ্ধতিঃ 

  • প্রথমে একটি পাত্রে ভুট্টার বীজ নিন।
  • তারপর প্রতি কেজি ভুট্টার বীজের জন্য ২.৫ মিলি হারে এসিফ্লো পরিমান মতো পানির সাথে মিশিয়ে নিন।

  • ভুট্টার বীজ এসিফ্লো মিশ্রিত পানিতে ৩০-৪০ মিনিট ভিজিয়ে রাখুন।

  • পানি থেকে ভুট্টার বীজ তুলে ঠান্ডা ছায়াযুক্ত স্থানে রেখে শুকিয়ে নিন।

  •  তারপর শুকনো বীজ মূল জমিতে বপন করুন।

News Link: