উৎপাদন ব্যবস্থা

এ সি আই ক্রপ কেয়ার এর উৎপাদন ব্যবস্থা


 

এ সি আই ফর্মুলেশন্‌স লিমিটেড এর মূল উৎপাদন প্ল্যান্টটি গাজীপুর জেলার ২৫ কিলোমিটার এবং ঢাকা শহরের ৫০ কিলোমিটার অদূরে রাজাবাড়ীর শ্রীপুরে অবস্থিত। প্ল্যান্টটি ১৯৯৫ সালে ৩৪ একর যায়গা নিয়ে স্থাপিত হয় এবং ১৯৯৭ সাল থেকে বাণিজ্যিক ভাবে উৎপাদন শুরু করে। বর্তমানে প্রায় ৮০০ দক্ষ জনবল প্ল্যান্টটি তে কর্মরত রয়েছে। এ সি আই ফর্মুলেশন্‌স লিমিটেড আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রযুক্তিগত অগ্রগতি ও বিশ্বমান ধরে রেখেছে। এই প্ল্যান্টটিতে রয়েছে অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় প্রযুক্তির যন্ত্রপাতি এবং সর্বাধিক নিরাপত্তা সম্বলিত কর্মপন্থা। এখানে উৎপাদন এর সাথে সাথে নিরাপত্তা এবং বর্জ্য ব্যবস্থাপনাকেও সমান গুরুত্ব প্রদান করা হয়।

প্লান্টটিতে এ সি আই ফরমুলেশন্স লিমিটেড এর অধিনে ক্রপ কেয়ার এর পণ্য উৎপাদিত হয়ে থাকে এবং পাশাপাশি কিছু  ভোক্তা পণ্য ও উৎপাদিত হয়ে থাকে। 

ক্রপ কেয়ার ও পাবলিক হেলথ এর অধীনে মূলত ৪ টি ইউনিট কাজ করে থাকে।

  • গ্রানুল্যার ইউনিট
  • লিকুইড ইউনিট
  • পাউডার ইউনিট
  • সালফার ইউনিট