ফ্লো-মাস্টার

ফ্লো-মাস্টার

বালাইনাশক স্প্রে সার্ভিস এবং ইকুইপমেন্ট এর একটি ব্যবসায় শাখা

 

 

বালাই ফসলের জন্য ক্ষতিকর একটি নাম। মৌসুমী জলবায়ু এবং ঋতু পরিবর্তনের সময় পোকা মাকড় এবং রোগ বালাইয়ের আধিক্য পরিলক্ষিত হয়। এছাড়া, সারা বছরই কিছু না কিছু বালাই আক্রমন করে থাকে, যে কারনে বালাইনাশকের প্রয়োজন হয়ে থাকে। আর ফসলে এই বালাইনাশক প্রয়োগ করার জন্য স্প্রে মেশিন একটি প্রয়োজনীয় যন্ত্র। স্প্রে মেশিনের পাশাপাশি স্প্রে সংক্রান্ত আরো বেশ কিছু সহযোগী সরঞ্জাম প্রয়োজন হয় স্প্রে করার সময়। ফসল সুরক্ষায় স্প্রে সার্ভিসটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আর এ কারনেই এ সি আই ক্রপ কেয়ার বাজারে এনেছে ফ্লো মাস্টার যা স্প্রে সংক্রান্ত সকল সমস্যার সমাধান দিয়ে থাকে।

ফসলে যেকোনো বালাইয়ের উপদ্রবে কৃষকরা সাধারনত আতঙ্কিত হয়ে পড়েন এবং যথাযথভাবে জৈব বালাইনাশকের ব্যবহারবিধি না জেনেই তা প্রয়োগ করেন। যার ফলে পরবর্তীতে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। যেমন: বালাইনাশকের সঠিক মাত্রা, ব্যবহারের সঠিক সময়, ব্যবহারের সময় পরিধেয় উপযুক্ত পোশাক এসব না জেনে বালাইনাশক ব্যবহারে কৃষকরা ভয়ংকর সমস্যার সম্মুখীন হতে পারেন। এ কারনেই প্রশিক্ষন প্রাপ্ত এবং অভিজ্ঞতাসম্পন্ন স্প্রে ম্যান দ্বারা এই সার্ভিসটি সরবরাহ করা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়।

এ সি আই ফ্লো মাস্টার সার্ভিসটির লক্ষ্য যথাযথ এবং দায়িত্বশীল উপায়ে বালাইনাশক স্প্রে করার মাধ্যমে ফসল সুরক্ষায় সাহায্য করা। এক্ষেত্রে, নিকটবর্তী জলাশয়ের মাছ, আশেপাশের কোনো প্রানী অথবা পাখি যাতে কীটনাশকের প্রভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও খেয়াল রাখা অতি জরুরি। নিরাপদভাবে স্প্রে সার্ভিসটি যোগান দেয়ার জন্য স্থানীয় স্প্রে ম্যানদের সামগ্রিক কারিগরি ও আর্থিক সহায়তা দিয়ে থাকে এ সি আই ক্রপ কেয়ার। এর পাশাপাশি আমরা নিশ্চিত করি সঠিক পণ্য, সর্বাধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তিগত দক্ষতা।

ফ্লো মাস্টার সার্ভিসের উল্লেখযোগ্য কিছু দিকঃ

  • আন্তর্জাতিক মানের স্প্রে সার্ভিস নির্দেশিকা প্রণয়ন
  • অভিজ্ঞতাসম্পন্ন লোক নিয়োগ এবং তাঁদেরকে এ সি আই ক্রপ কেয়ার থেকে প্রশিক্ষন প্রদান করা
  • যথাযথ যন্ত্রপাতি এবং কারিগরি সহায়তা দেয়া
  • সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে তাঁদের কাজের মান যাচাই করা