"নিরাপদ ফসল এবং খাদ্য শস্য বাজারজাতকরণের একটি ব্যবসায় শাখা"
এ সি আই গ্রীন সলিউশন বাংলাদেশে পেশাদার বাগান-পরিচর্যা পরিষেবা প্রদানকারীদের মধ্যে সর্বাগ্রে রয়েছে। নগরে সবুজের সমারোহ বাড়িয়ে,নগরবাসী কে একটি সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ দেয়া ই আমাদের লক্ষ্য। ঢাকা শহরের অব্যবহৃত ছাদ গুলোতে ছাদ-কৃষি স্থাপনের লক্ষ্যে নগরবাসীর মাঝে সচেতনতা বৃদ্ধির কাজ করে যাচ্ছি আমরা। এছাড়া ছাদে বিষমুক্ত ফল ও সবজি উৎপাদনের মাধ্যমে নগরবাসীর নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনায় ও ভুমিকা রাখছি।
এ সি আই গ্রীন সলিউশন ঢাকা শহরের দূষণ রোধে একটি ইতবাচক পদক্ষেপ ।
আমরা বিশ্বাস করি,নগর ও শিল্প কৃষির প্রসারের মাধ্যমে, আমাদের সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতা পূরণে কিছুটা হলে সক্ষম হবো।
১. বাগান সেটআপ ও পরিচর্যা পরিষেবা
২. বিশেষজ্ঞ পরামর্শ ও সহযোগিতা
৩. ক্রপ কেয়ার প্রোডাক্ট
৪. অনলাইন সাপোর্ট সার্ভিস
১. ছাদ-বাগান প্যাকেজ কম্বো প্যাকেজ
২.ফুল/ফল/ সবজি/ জানালা বাগান প্যাকেজ
৩.গ্রীন অফিস/ গ্রীন ফ্যাক্টরি প্যাকেজ
৪.ভার্টিক্যাল গার্ডেন বা বায়ো ওয়াল প্যাকেজ