নানা আয়োজনে এসিআই-জয়তী নিরাপদ সবজী ও পিঠা মেলা অনুষ্ঠিত
নিরাপদ সবজি চাষে ফ্লোরা ব্যবহারের ফলে অধিক সবজি উৎপাদিত হবে যা নারীদের পরিবারের পুষ্টির চাহিদা পূরণ ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলবে বলে জানিয়েছেন এসিআই ক্রপ কেয়ারের যশোরের রিজিওনাল ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম বকসি।
নিরাপদ সবজী চাষের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা পূরন ও নারীদের আর্থিক ভাবে স্বাবলম্বী করার লক্ষে এসিআই-জয়তী নিরাপদ সবজী ও পিঠা মেলা ২০১৯ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসিআই ক্রপ কেয়ার ও নারী ও শিশু উন্নয়ন প্রতিষ্ঠান জয়তী সোসাইটি, যশোর এ মেলার আয়োজন করে। যশোরের প্রাক্তন ওয়াই ডব্লিউসি এ নার্সারী স্কুল মাঠে অনুষ্ঠিত এ মেলায় এসিআই ক্রপ কেয়ারসহ জয়তী সোসাইটির নারী সদস্যদের ২৬টি স্টল অংশগ্রহন করে। এসব স্টলে স্ব স্ব প্রতিষ্ঠানের উদ্যোগে বসত বাড়ীতে উৎপাদিত বিভিন্ন ধরনের নিরাপদ সবজী ও রকমারী সুস্বাদু আকর্ষনীয় পিঠা প্রদর্শন করা হয়।
News Link: https://bit.ly/2VcAnAp