ছাদ বাগান সমাধান
এ সি আই গ্রীন সলিউশন বাংলাদেশে পেশাদার বাগান-পরিচর্যা পরিষেবা প্রদানকারীদের মধ্যে সর্বাগ্রে রয়েছে। নগরে সবুজের সমারোহ বাড়িয়ে,নগরবাসী কে একটি সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ দেয়া ই আমাদের লক্ষ্য। ঢাকা শহরের অব্যবহৃত ছাদ গুলোতে ছাদ-কৃষি স্থাপনের লক্ষ্যে নগরবাসীর মাঝে সচেতনতা বৃদ্ধির কাজ করে যাচ্ছি আমরা। এছাড়া ছাদে বিষমুক্ত ফল ও সবজি উৎপাদনের মাধ্যমে নগরবাসীর নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনায় ও ভুমিকা রাখছি।