এ সি আই বায়ো-ক্রপকেয়ার

এ সি আই বায়ো-ক্রপকেয়ার

(ফসলের বালাই সমস্যার বায়ো সমাধান এর ব্যবসায় শাখা)

 

 

এ সি আই ক্রপ কেয়ারের অনন্য একটি শাখা ‘বায়ো ক্রপ কেয়ার’। পরিবেশকে দূষনমুক্ত রেখে এবং উপকারী পোকা মাকড় সংরক্ষণ করে যুক্তি সঙ্গত ভাবে বালাই নিয়ন্ত্রনের লক্ষ্যে এই শাখাটি বাজারে নিয়ে এসেছে আধুনিক কিছু পণ্য। এ পণ্যগুলো ব্যবহারে ফসল থাকবে সুরক্ষিত এবং একই সাথে পরিবেশ থাকবে নিরাপদ।

রাসায়নিক কীটনাশক ব্যবহারে অনেক সময় পরিবেশ তার ভারসাম্য হারিয়ে ফেলে। অনেক জমিতে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করা সম্ভবও হয়না। আশে পাশের জীব ও উদ্ভিদ জগতের ক্ষতি না করে কীটপতঙ্গ দমনের জন্যই এ সি আই ক্রপ কেয়ার বাজারে নিয়ে এসেছে বায়ো ক্রপ কেয়ারের পণ্যগুলো যা সম্পূর্ণভাবে পরিবেশবান্ধব।

বায়ো ক্রপ কেয়ারের আওতাধীন পণ্যগুলোর মধ্যে স্টিকি ট্র্যাপ, ফ্রূট ব্যাগ ও ফেরোমন ট্র্যাপ সহ বেশ কিছু পণ্য আছে যা অর্গ্যানিক উপায়ে কীটনাশক দমনে সাহায্য করে। এ পণ্যগুলো ব্যবহারে ব্যবহারকারীর জন্য কোন ঝুঁকি নেই তাই এগুলো ব্যবহার আরো সহজ এবং নিরাপদ।

বায়ো ক্রপ কেয়ারের এই পণ্যগুলো ব্যবহার করলে শুধুমাত্র অপ্রয়োজনীয় কীটপতঙ্গ দমন হবে কিন্তু বাস্তুসংস্থানের জন্য প্রয়োজনীয় পোকা মাকড় সংরক্ষন করা সম্ভব হবে। এভাবে খুব সহজেই পরিবেশের ভারসাম্য বজায় রাখার মাধ্যমে ফসলের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব বায়ো ক্রপ কেয়ারের পণ্য ব্যবহারের মাধ্যমে।