চেয়ারম্যান এ সি আই গ্রুপ
এ সি আই গ্রুপের চেয়ারম্যান এর বানীঃ
এ সি আই ফর্মুলেশন্স লিমিটেডের শুরুর দিন গুলিতে ফিরে তাকালে দেখতে পাই যে সেখানে ব্যবসায় সংক্রান্ত কোনো প্রত্যাশা ছিল না, কিন্তু স্বপ্ন ছিল। কৃষি ক্ষেত্রে গুনগত মানের পণ্য সরবরাহ এবং বালাইয়ের সঠিক সমাধান দেয়ার মাধ্যমে বাংলাদেশী কৃষকদের মন জয় করাই ছিল আমাদের প্রাথমিক স্বপ্ন। আজ গর্ব করে বলতে পারি যে গত ২০ টি অসাধারন বছরে, ম্যানেজমেন্ট এবং কর্মীরা মিলে আমরা বাংলাদেশী বাজারকে পরিচয় করিয়েছি আমাদের রাসায়নিক বালাইনাশক পণ্যগুলোর সাথে যা কৃষি ক্ষেত্রে নিয়ে এসেছে বৈপ্লবিক পরিবর্তন এবং বাড়িয়েছে শস্যের গুনগতমান, পরিমান এবং বৈচিত্রও।
সাম্প্রতিক কালে বিশ্ব জুড়ে জৈবিক কীটনাশকের চাহিদা বেড়েছে, এছাড়াও বিভিন্ন এগ্রো-কেমিকেল আন্দোলন গড়ে উঠেছে যা সমগ্র বিশ্বে পণ্য পরিচালন কর্মসূচির গুরুত্ব তুলে ধরেছে। এসকল কর্মসূচি বায়ো-কীটনাশক সম্পর্কে কৃষকদের শিক্ষিত করার পাশাপাশি কৃষি পণ্যগুলির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করে যা আমাদের শীর্ষ অগ্রাধিকারগুলির মধ্যে অন্যতম। জৈবিক কীটনাশকগুলির সাথে সংযোজিত কৃষি-রাসায়নিক ব্যবহার পদ্ধতিটি শীঘ্রই চালু হওয়ার পরে কৃষকরা প্রতিযোগিতামূলকভাবে ফসল উৎপাদনের সুযোগ পাবে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ কেবল এই নতুন ট্রেন্ডটিকে গ্রহনই করবেনা বরং আগামী দিনগুলিতে এটিকে অনুশীলন করার মাধ্যমে কৃষি শিল্পে নেতৃত্বও দেবে।
আমরা কৃষির অর্থনৈতিক বিশ্লেষণ, অটোমেশন সমাধান এবং আমাদের গুনগতমানের পণ্যগুলির মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয়তা মোকাবেলায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং কৃষি তথ্য ও প্রযুক্তি গ্রহণের জন্য মূল অংশীদারদের কাছে আস্থাভাজন হওয়ার মাধ্যমে আমরা বিশ্বব্যাপী সেরা, শৃঙ্খলাবদ্ধ, দক্ষ ও নির্ভরযোগ্য। কৃষকদের নিরাপদ ও কার্যকর পণ্য সংস্থানের জন্য আমরা বিশ্বব্যাপী কৃষি প্রবণতা অনুসরণ করি। আমরা বিশ্বাস করি যে, প্রযুক্তি দিতে পারে প্রয়োজনীয় খাদ্য নিরাপত্তা, কৃষি বৈচিত্র্য, তথ্য অ্যাক্সেস এবং অর্থনৈতিক স্বাধীনতা যা কৃষককের ক্ষমতায়নের জন্য আবশ্যক।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এই ঐতিহ্যটি এসিআই ফর্মুলেশন্স লিমিটেডের পরবর্তী প্রজন্মের কাছে প্রেরণের মাধ্যমে আমরা বাংলাদেশের কৃষি উন্নয়নের পাশাপাশি কৃষি সম্প্রদায়কে আরও ভাল কিছু দিয়ে সহায়তা করতে পারবো।
পরিশেষে, আমি আমাদের মূল্যবান গ্রাহকদের পৃষ্ঠপোষকতা, আমাদের কর্মীদের সহযোগিতা কামনা করি এবং প্রতিষ্ঠানের উন্নতিতে অবদান রেখে যাচ্ছে এমন সকলকে শুভেচ্ছা সহ ধন্যবাদ জানাই।
ব্যবস্থাপনা পরিচালক
ব্যবস্থাপনা পরিচালকের বানীঃ
আমি আমাদের সম্মানিত গ্রাহকদের ধন্যবাদ জানাতে চাই, যাদের ক্রমাগত পৃষ্ঠপোষকতা এবং আস্থা আমাদেরকে আমাদের সর্বোত্তম সেবাগুলিকে আরো প্রসারিত করতে অনুপ্রাণিত করে এবং তাদের অর্থের সঠিক মূল্য প্রদান করতে সক্ষম করে।
কৃষি সংশ্লিষ্ট ব্যবসায়ে, বাজেট এবং সময়সীমার মধ্যে যথাযথ প্রযুক্তির উদ্ভাবন, উন্নয়ন এবং বন্টনের মাধ্যমে সাফল্য পরিমাপ করা যায় যা অবশ্যই কৃষির উৎপাদন বৃদ্ধিকে উৎসাহিত করে।
আমরা এ সি আই ফর্মুলেশন্স এ ক্রমাগত প্রচেষ্টা করি নতুন নতুন প্রযুক্তি আনয়ন ও ডিজাইন উদ্ভাবনের মাধ্যমে আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে যাতে করে তাঁরা কম খরচে সর্বাধিক কার্যকরী সমাধান অর্জন করতে পারে। আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিযোগিতামূলক মূল্যে আন্তর্জাতিক মানের পণ্য এবং সেবা সরবরাহের মাধ্যমে গ্রাহকের শতভাগ সন্তুষ্টি নিশ্চিত করা।
কৃষকদের নির্দিষ্ট চাহিদাগুলিকে চিহ্নিত করে এবং সেগুলিকে গুণগতমানের পণ্যে রূপান্তরিত করে গ্রাহকদের সম্পুর্ন সন্তুষ্টি প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ। এই প্রতিশ্রুতিটিই আমাদের মান নিয়ন্ত্রনের মূল মন্ত্র এবং সর্বদা আমরা তা অর্জনের চেষ্টা করি, যা আমাদের ISO 9001-2008, ISO 14001-2004 সহ বিভিন্ন সার্টিফিকেশন অর্জন করতে সক্ষম করেছে।
আমরা ভবিষ্যতের চ্যালেঞ্জগুলি পূরণের জন্য কৃষি শিল্পের সাথে আমাদের অংশীদারিত্ব আরো বাড়িয়ে একাগ্রতার সাথে কাজ করে যেতে চাই।
চিফ অপারেটিং অফিসার
আমরা আমাদের সম্মানিত কৃষক এবং কৃষি সংশ্লিষ্ট সবার জন্য বিভিন্ন ধরনের নতুন সেবা আনার চেষ্টায় অবিরত কাজ করে যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্যই হলো কিভাবে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি করা যায় এবং কৃষি সেবা বৃদ্ধির মাধ্যমে কৃষকদের কে সুবিধা দেয়া যায়। এছাড়াও আমরা সর্বক্ষনই আমাদের পন্যের মানউন্নয়ন এবং নতুন পন্য সংযোজনের পদক্ষেপ নিয়ে থাকি যা কৃষকদেরকে যথাযথ এবং সময়োপযোগী সমাধান দিয়ে থাকে।
জেনারেল ম্যানেজার - মার্কেটিং
খাদ্য মানুষের অন্যতম জৈবিক চাহিদা গুলোর মধ্যে অন্যতম। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান মানুষের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত এই চাহিদা বেড়েই চলেছে। আর খাদ্যের চাহিদা মেটাতে শস্যের অবদান অপরিসীম। গুনগতমানের শস্যের কথা ভাবতে গেলে প্রথমেই আসে ভাল মানের ফসল উৎপাদনের কথা। ভালো ফসল মানেই গুনগতমানের শস্য তথা পুষ্টিমান সমৃদ্ধ সুষম খাবার। কিন্তু ফসল উৎপাদনের পথে বাঁধা হিসেবে কাজ করে প্রাকৃতিক দূর্যোগ, আগাছা, পোকামাকড় ও ফসলের রোগবালাইয়ের মত বিভিন্ন প্রতিকূলতা। আমাদের কৃষক ভাইয়েরা এসব প্রতিকুলতায় দিশেহারা হয়ে পড়েন। অনেক সময় এসব সমস্যা মোকাবিলায় তাঁদের বিভিন্ন অজ্ঞতার কারনে ফসলের ব্যাপক ক্ষতি হয়ে যায় যা জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলে।
এ সি আই ক্রপ কেয়ার একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে সবসময়ই চায় কৃষকদের পাশে দাঁড়িয়ে দেশের খাদ্য নিরাপত্তার স্বার্থে কিছুটা হলেও কাজ করে যেতে। সে ভাবনা থেকেই আমরা বাজারজাত করে থাকি বিভিন্ন ধরনের আগাছানাশক, ছত্রাকনাশক এবং কীটনাশক। এছাড়াও, ফলন বর্ধক হিসেবে ফ্লোরা নামের একটি পণ্য এবং মাটিতে সালফারের চাহিদা পূরনের জন্য আমরা সালফক্স বাজারজাত করে থাকি।
আমরা বিশ্বাস করি যে, শুধুমাত্র উন্নতমানের পণ্য সরবরাহের মাধ্যমে ফসলের শতভাগ সুরক্ষা নিশ্চিত করা অসম্ভব। সেই ভাবনা থেকেই আমরা কৃষক ভাইদেরকে ৩৬০ ডিগ্রি কৃষি সহায়তা প্রদান করতে চাই।
কৃষির আধুনিকায়নে উন্নত প্রযুক্তির ব্যবহার কৃষকের মাঝে ছড়িয়ে দিতে এবং কৃষকের দোরগোড়ায় সব ধরনের কৃষি সেবা পৌঁছে দিতে এ সি আই ক্রপকেয়ার এর দক্ষ পরিশ্রমী ও প্রশিক্ষিত কৃষি ডিগ্রিধারি কর্মীগন বিশেষ ভুমিকা রাখেন। এ সি আই ক্রপ কেয়ারের প্রায় সাড়ে সাতশ বিশেষজ্ঞ ফিল্ডকর্মী রয়েছেন যারা মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন আঙ্গিকে এ সেবা প্রদান করে থাকেন।
এভাবেই বাংলাদেশের কৃষিতে অবদান রাখতে সচেষ্ট দেশের নিজস্ব প্রতিষ্ঠান এ সি আই ক্রপ কেয়ার। এতটা পথ পাড়ি দেয়া সহজ ছিলনা কিন্তু আমাদের সকল কলাকুশলী এবং শুভানুধ্যায়ীদের অসীম পরিশ্রম ও অকৃতিম ভালবাসা প্রতিষ্ঠানটিকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। তাই আপনাদের সকলকে জানাই কৃতজ্ঞতা।
হেড অফ রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট
হেড অফ প্রোডাক্ট ডেভেলপমেন্ট এ্যান্ড রেগুলেটরি এ্যাফেয়ার্স এর বানীঃ
বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আমাদের দেশের জনসংখ্যার প্রায় ৪৬% শতাংশ লোক কৃষি কাজের সাথে জড়িত এবং জাতীয় GDP তে কৃষির অবদান ১৬ শতাংশ। বিভিন্ন ফসলের উৎপাদনশীলতার সূচকে বাংলাদেশের কৃষি বিশ্বের কাছে অনুকরণীয়। বাংলাদশের কৃষির এই উন্নয়নের মুল নায়ক আমাদের দেশের কৃষকরা। আর এসিআই ক্রপ কেয়ার সর্বদা কৃষি উন্নয়নের এই নিরব বিপ্লবীদের সাথে থেকে বাংলাদেশের কৃষিতে অবদান রেখে যাচ্ছে। বিশ্বের উন্নত কৃষি ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্য রেখে এ সি আই ক্রপ কেয়ার সর্বদা নতুন প্রজন্মের, নিরাপদ ও পরিবেশ বান্ধব বালাইনাশক বাজারে নিয়ে আসে যাতে কৃষকের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের দুষনমুক্ত বিষয়টি অগ্রাধিকার দেয়া হয়। এছাড়াও জৈব বালাইনাশকের বিভিন্ন উপকরনসহ বিভিন্ন ধরনের জৈবিক বালাই দমন পদ্ধতি বাংলাদেশের কৃষকদের দোরগোড়ায় নিয়ে যেতে এসিআই ক্রপ কেয়ার সর্বদা কাজ করে যাচ্ছে। এসিআই যেমন বাংলাদেশের মানুষের কাছে আস্থার প্রতীক তেমনি এসিআই ক্রপ কেয়ার প্রত্যেকটি কৃষকের কাছে তাঁর উৎপাদিত ফসলের নিরাপত্তার প্রতীক। এ সি আই সর্বদা ‘কৃষকের সমৃদ্ধির’ স্বার্থে কাজ করে যাচ্ছে। তাই এ সি আই ক্রপ কেয়ার সর্বদা কৃষকের সোনালী স্বপ্নের সহযাত্রী। এ সি আই এর এই পথচলায় সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক আভিনন্দন। আর কৃষি উন্নয়নের নিরব বিপ্লবীদের জানাই লাল গোলাপ শুভেচ্ছা।