হেড অফ প্রোডাক্ট ডেভেলপমেন্ট এ্যান্ড রেগুলেটরি এ্যাফেয়ার্স এর বানীঃ
বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আমাদের দেশের জনসংখ্যার প্রায় ৪৬% শতাংশ লোক কৃষি কাজের সাথে জড়িত এবং জাতীয় GDP তে কৃষির অবদান ১৬ শতাংশ। বিভিন্ন ফসলের উৎপাদনশীলতার সূচকে বাংলাদেশের কৃষি বিশ্বের কাছে অনুকরণীয়। বাংলাদশের কৃষির এই উন্নয়নের মুল নায়ক আমাদের দেশের কৃষকরা। আর এসিআই ক্রপ কেয়ার সর্বদা কৃষি উন্নয়নের এই নিরব বিপ্লবীদের সাথে থেকে বাংলাদেশের কৃষিতে অবদান রেখে যাচ্ছে। বিশ্বের উন্নত কৃষি ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্য রেখে এ সি আই ক্রপ কেয়ার সর্বদা নতুন প্রজন্মের, নিরাপদ ও পরিবেশ বান্ধব বালাইনাশক বাজারে নিয়ে আসে যাতে কৃষকের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের দুষনমুক্ত বিষয়টি অগ্রাধিকার দেয়া হয়। এছাড়াও জৈব বালাইনাশকের বিভিন্ন উপকরনসহ বিভিন্ন ধরনের জৈবিক বালাই দমন পদ্ধতি বাংলাদেশের কৃষকদের দোরগোড়ায় নিয়ে যেতে এসিআই ক্রপ কেয়ার সর্বদা কাজ করে যাচ্ছে। এসিআই যেমন বাংলাদেশের মানুষের কাছে আস্থার প্রতীক তেমনি এসিআই ক্রপ কেয়ার প্রত্যেকটি কৃষকের কাছে তাঁর উৎপাদিত ফসলের নিরাপত্তার প্রতীক। এ সি আই সর্বদা ‘কৃষকের সমৃদ্ধির’ স্বার্থে কাজ করে যাচ্ছে। তাই এ সি আই ক্রপ কেয়ার সর্বদা কৃষকের সোনালী স্বপ্নের সহযাত্রী। এ সি আই এর এই পথচলায় সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক আভিনন্দন। আর কৃষি উন্নয়নের নিরব বিপ্লবীদের জানাই লাল গোলাপ শুভেচ্ছা।