placeholder
অনুষ্ঠান OPEN

এসিআই ক্রপকেয়ার এর এগ্রো এওয়ার্ড ২০১৭ অর্জন

তারিখঃ 17 - 01 January 1970
সময়ঃ 06:56 PM
স্থানঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এ সি আই ক্রপ কেয়ার কৃষিতে অনন্য অবদানের জন্য “এগ্রো এ্যাওয়ার্ড -২০১৭” অর্জন করেছে। এই এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটির আয়োজন করেছিল 'স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক' এবং সহায়তায় ছিল 'বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম'। এ সি আই ক্রপ কেয়ার 'বেস্ট অরগানাইজেশন ইন সাপোর্ট এ্যান্ড এক্সেকিউশন' বা কৃষি খাতে সহায়তা প্রদান ও বাস্তবায়নে সেরা সংস্থা হিসেবে এই এ্যাওয়ার্ডটি জিতে নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং তিনি এ সি আই ফর্মুলেশন্স লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক জনাব সুস্মিতা আনিস এর হাতে এই এ্যাওয়ার্ড এর ক্রেস্ট এবং সার্টিফিকেট হস্তান্তর করেন।এই অগ্রযাত্রার পথচলায় আমাদের সাথে থাকার জন্য আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশের কৃষির সাথে সংস্লিষ্ঠ সকলকে।

আর আমরা এই এ্যাওয়ার্ডটি উৎসর্গ করতে চাই আমাদের দেশের কৃষির মূল চালিকা শক্তি কৃষক ভাইদের! কারণ তাদের জন্যই আমরা আজ এখানে।

News Link:


অন্যান্য বিভাগসমূহ