কৃষিতে অনন্য অবদানের জন্য এ সি আই ক্রপ কেয়ার অর্জন করেছে এগ্রো এ্যাওয়ার্ড -২০১৭। অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিল দেশের স্বনামধন্য বহুজাতিক প্রতিষ্ঠান 'স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক' এবং সহায়তায় ছিল 'বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম'। এ সি আই ক্রপ কেয়ার 'বেস্ট অরগানাইজেশন ইন সাপোর্ট এ্যান্ড এক্সিকিউশন' বা কৃষি খাতে সহায়তা প্রদান ও বাস্তবায়নে সেরা সংস্থা হিসেবে এই এ্যাওয়ার্ডটি জিতে নেয়।