(১) রাত্রের তাপমাত্রা কমপক্ষে ৪ ঘন্টা শিশির হওয়ার উপযুক্ত উষ্ণতার (dew point) নিচে থাকিলে,
(২) পরবর্তী দিনে মেঘাচ্ছন্নতার (cloudiness) গড় ০.৮ থাকিলে,
(৩) ইহার পরে ২৪ ঘন্টায় কমপক্ষে ০.১ মিলিমিটার বৃষ্টিপাত হইলে রোগ মহামারী আকারে দেখা যায়।