টমেটোর নাবী ধ্বসা রোগ (Tomato Late Blight)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় এই রোগ বেশী হয়।

ক্ষতির ধরণঃ

  • পাতার উপর ফ্যাকাশে অথবা ফিকে সবুজ রঙের গোলাকার অথবা এলোমেলো পানি ভেজা দাগ পড়ে।
  • গাছের পাতা ও কাণ্ড বাদামী থেকে কালচে আকার ধরণ করে। আক্রমণের তীব্রতা বেশি হলে গাছের কাণ্ড ও সবুজ ফলেও রোগের লক্ষণ প্রকাশ পায়।
  • রোগের লক্ষণ দেখা দেবার ৩-৪ দিনের মধ্যে গাছ ঝলসে যায় ও দ্রুত মহামারি আকারে ছড়িয়ে পড়ে।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • ঠান্ডা (১০°-২০° সেঃ) ও আর্দ্র আবহাওয়ায় (৯১-১০০% আপেক্ষিক আর্দ্রতা) এই রোগের ছত্রাক জীবাণুর স্পোর উৎপন্ন ও স্পোর অংকুরণে সাহায্য করে।
  • রোগ সংক্রমণের পর রোগ বৃদ্ধির জন্য ২১°-২৪° সেঃ উষ্ণতার প্রয়োজন।
  • গবেষনায় জানা গেছে যে -

(১) রাত্রের তাপমাত্রা কমপক্ষে ৪ ঘন্টা শিশির হওয়ার উপযুক্ত উষ্ণতার (dew point) নিচে থাকিলে,

(২) পরবর্তী দিনে মেঘাচ্ছন্নতার (cloudiness) গড় ০.৮ থাকিলে,

(৩) ইহার পরে ২৪ ঘন্টায় কমপক্ষে ০.১ মিলিমিটার বৃষ্টিপাত হইলে রোগ মহামারী আকারে দেখা যায়।


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • রোগ প্রতিরোধ জাতের চাষ করা, বীজ শোধন করা।
  • রোগমুক্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করা।
  • আক্রান্ত গাছ দেখা মাত্র তুলে ধ্বংস করা।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • এসিবিন ২৮ এস সি ৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
  • অথবা মিটপ ৬০ ডব্লিউ জি ১৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
  • অথবা নেমিসপোর ৮০ ডব্লিউ পি ৪৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
  • অথবা নিউবেন ৭২ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
  • অথবা এক্সট্রামিল ৭২০ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
  • অথবা কেমামিক্স ৭৫০ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ