আলুর ইয়োলোভাইরাস রোগ (Potato Yellow Virus)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • ভাইরাস জনিত রোগ।
  • ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়, চারা
  • ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা

ক্ষতির ধরণঃ

  • এর রোগ হলে গাছে হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ মোজাইক করা পাতা দেখা দেয় এবং পাতা কুঁকড়ে যায়।
  • আক্রান্ত পাতা হলদে হয়ে যায়, বিচিত্র আকারের দাগ দেখা যায়, কুকড়ে যায়।
  • গাছ ছোট হয়ে যায়।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • জাবপোকা দ্বারা ভাইরাস আক্রান্ত গাছ হইতে সুস্থ গাছে স্থানান্তরিত হয়।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা। ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে।
  • আক্রান্ত গাছ সংগ্রহ করে ধ্বংস করা।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • জাব পোকা এ রোগের বাহক, তাই এদের দমনের জন্য- টিডো ২০ এস এল ৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে। ১০ দিন পরপর ২/৩ বার।
  • অথবা টিডো প্লাস ৭০ ডব্লিউ ডি জি ২ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে।
  • অথবা পাইরাজিন ৭০ ডব্লিউ ডি জি ৪ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ