এই রোগে আক্রমণের ফলে খাদ্যনালী বা ফ্লোয়েম নষ্ট হয়ে যায়। ফ্লোয়েম নষ্ট হয়ে গেলে শর্করা ও শর্করাদ্রব্য পাতা হতে নিচে আলুতে পৌঁছাতে পারে না। সে জন্য আলু ছোট হয় এবং এর ফলন কমে যায়।
ক্ষতির ধরণঃ
আক্রান্ত গাছের পাতা খসখসে, খাড়া ও উপরের দিকে মুড়ে যায়।
আগার পাতার রং হালকা সবুজ হয়ে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়।
গাছ সোজা হয়ে উপরের দিকে দাঁড়িয়ে থাকে। বৃদ্ধি স্থিমিত হয়ে খাটো হয়।