মিষ্টি কুমড়ার থ্রিপস পোকা (Thrips in Cucurbits)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • লম্বাটে, ধুসর, ছোট।

ক্ষতির ধরণঃ

  • কচি পাতা, ডগার রস খেয়ে দুর্বল করে ফেলে।
  • ফুল ও কচি ফল চুষে দাগ ফেলে।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • পেঁয়াজ, রসুন এ জাতীয় বা  ধানের  বীজতলা কাছে থাকলে সতর্ক থাকুন।
  • আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়, চারা

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমণের শুরুতে সাবানযুক্ত পানি স্প্রে করা যায় অথবা আধাভাঙ্গা নিমবীজের পানি (১ লিটার পানিতে ৫০ গ্রাম নিমবীজ ভেঙ্গে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রন করা যায়।
  • এছাড়াও তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার রস  প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়।

 

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • থ্রিপস পোকা দমনের জন্য- টিডো ২০ এস এল ৫ মি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে ১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করুন।
  • আক্রমণ বেশি হলে- পাইরাজিন ৭০ ডব্লিউ ডি জি ৪ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে
  • অথবা এসিপ্রিড প্লাস ৯৫ এস পি ৩ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
  • এছাড়া এই পোকার আক্রমণ প্রতিরোধ করতে আক্রমণের পূর্বে- থায়োসাইড ৭৫ ডব্লিউ ডি জি ১.৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ