মিষ্টি কুমড়ার লাল বিটল পোকা (Red Pumpkin Beetle in Cucurbits)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • লাল, ছোট, ডিম্বাকার আকৃতির।

ক্ষতির ধরণঃ

  • পাতা ঝাঝড়া করে ফেলে।
  • আক্রমণ বেশি হলে চারা গাছের আগা, ফুল ও কচি ফল আক্রান্ত হয়।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • আশেপাশে কুমড়াজাতীয় ফসল / পোষক গাছ থাকলে সতর্ক হোন।
  • আক্রমণের পর্যায় : চারা, ফলের বাড়ন্ত পর্যায়, ফুল

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • পরিছন্ন চাষাবাদ করুন ।
  • পোকার আগমন  পর্যবেক্ষণ করুন ।
  • শুকনা  ছাই  ছিটান ।
  • ১ কেজি মেহগনি বীজ কুঁচি করে ৫ লিটার  পানিতে ৪-৫ দিন ভিজিয়ে ছেঁকে ২০ গ্রাম সাবানের গুড়া মিশিয়ে ২০ মিনিট ফুটিয়ে শীতল করে ৫ গুণ পানিতে গুলে স্প্রে করুন।

 

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • কট্‌ ১০ ই সি ১০ মিলি প্রতি ১০লিটার পানিতে  মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে।
  • অথবা এসিমিক্স ৫৫ ই সি ২০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। ১০-১২ দিন পরপর ২/৩ বার স্প্রে করতে হবে।
  • এছাড়া এই পোকার আক্রমণ প্রতিরোধ করতে আক্রমণের পূর্বে- থায়োসাইড ৭৫ ডব্লিউ ডি জি ১.৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ