মিষ্টি কুমড়ার ঢলে পড়া রোগ (Pumpkin Plant Wilt)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • ব্যাকটেরিয়ার আক্রমনে এ রোগ হয়।
  • ফসলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে।
  • ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড, পাতা, শিকড়

ক্ষতির ধরণঃ

  • এ রোগ হলে গাছের পাতা হলদে হয়ে শুকিয়ে যায়, ধীরে ধীরে গাছ ঢলে পড়ে এবং মারা যায়।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় এই রোগ বেশি হয়।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রান্ত গাছ সংগ্রহ করে ধ্বংস করা বা পুড়ে ফেলা।
  • ফসল সংগ্রহের পর পুরাতন গাছ ও আবর্জনা আগুনে পুড়িয়ে দিন।
  • চারা গজানোর পর অতিরিক্ত সেচ দেওয়া যাবে না।
  • একই জমিতে পর পর বার বার  কুমড়া চাষ করবেন না।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • বীজ বপনের আগে প্রতি লিটার পানিতে ৩ গ্রাম এমকোজিম ৫০ ডব্লিউ পি ছত্রাকনাশক মিশিয়ে ১৫-২০ মিনিট ধরে বীজ শোধন করে নিন।
  • চারা গজানোর ১০-১৫ দিনের মধ্যে- এমকোজিম ৫০ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতকে ১০-১২ দিন পরপর ২/৩ বার স্প্রে করতে হবে।
  • অথবা নিউবেন ৭২ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতকে ১০-১২ দিন পরপর ২/৩ বার স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ