মিষ্টি কুমড়ার মাছি পোকা (Cucurbit Fruit Fly)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • সনাক্তকরণের সবচেয়ে সহজ উপায় হলো স্ত্রী মাছির পেছনের লম্বা সরু নলের মত ডিম পাড়ার অঙ্গ থাকে।
  • লালচে বাদামী পূর্ণাঙ্গ মাছির ঘাড়ে হলুদ দাগযুক্ত রেখা আছে।
  • পাখার নীচের দিকের কিনারায় কালো দাগ আছে। পাখা স্বচ্ছ।
  • ডিম দেখতে সাদা নলের মত এবং একদিকে একটু বাঁকা থাকে।
  • পূর্ণবয়স্ক কীড়া স্প্রিং এর মত হঠাত লাফ দিতে পারে।

ক্ষতির ধরণঃ

  • স্ত্রী মাছি ফলের সাধারণত নিচের দিকে চামড়া/খোসা ছিদ্র করে ভিতরে ডিম পাড়ে এবং পানির মতো কষ বেড় হয়, পরে শুকিয়ে বা বাদামি আঠা হয়ে জমে থাকে।
  • এখান থেকে জীবাণু দিয়ে পচন শুরু হলে ধুসর / কালো দাগ ছড়িয়ে পড়ে।
  • কীড়ার কালো মল দেখা যেতে পারে।
  • ধীরে ধীরে ফল পচতে থাকে।
  • কচি ফল লাল হয়ে ঝরে পড়ে। বাড়ন্ত ফল বিকৃতি আকার ধারণ করে।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • এটি Cucurbitaceae গোত্রের সবগুলো সবজি এবং তরমুজের বিশেষ ক্ষতি করে থাকে।
  • আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়, ফলের বাড়ন্ত পর্যায়।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • ভালভাবে জমি চাষ করে পোকার ডিম, কীড়া সূর্যালোকে নষ্ট এবং পিঁপড়া, খাদক পাখিদের খাবার সু্যোগ করে দিন।
  • নিয়মিত ফসল পর্যবেক্ষণ এবং স্ত্রী ফুল ফুটার আগে ফেরোমেন ফাঁদ/বিষটোপ ব্যবহার করুন।
  • ফেরোমেন ফাঁদ (১০ শতাংশে ৩টি হারে) / বিষটোপ ব্যবহার করুন। ঠিক মতো আছে কি না বা সময় মতো বদলতে নিয়মিত ফসল পর্যবেক্ষণ করুন।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • কট ১০ মিলিলিটার প্রতি ১০ লিটার পানিতে  মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে ১০-১২ দিন পরপর ২/৩ বার।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ