বেগুন পাতার জ্যাসিড (Jassid of Brinjal Leaf)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • হালকা সবুজ রংয়ের ফড়িং জাতীয় পোকা, পাখার পিছনে কাল দাগ আছে। 
  • বাচ্চা ও সবুজ ধরনের। 

ক্ষতির ধরণঃ

  • কচি পাতার রস চুষে খাওয়ায় পাতা কুকড়ে নিচের দিকে বেকে আসে, পাতা বিবর্ন হয়ে তামাটে রং ধারণ করে, পরে মারা যায়। 

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • আক্রমণের পর্যায় : চারা, ফলের বাড়ন্ত পর্যায় 

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • জ্যাসিড দমানোর জন্য- এ সি আই স্টিকি ট্রাপ (আঠালো হলুদ ফাঁদ) ব্যবহার করুন। 
  • পাঁচ গ্রাম পরিমাণ গুড়া সাবান প্রতি লিটার পানিতে মিশিয়ে পাতার নিচের দিকে স্প্রে করুন। 
  • অথবা আধাভাঙ্গা নিমবীজের পানি (১ লিটার পানিতে ৫০ গ্রাম নিমবীজ ভেঙ্গে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রন করা যায়। 

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

টিডো ২০ এস এল ৫ মি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে ১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করুন। 

অথবা টিডো প্লাস ৭০ ডব্লিউ ডি জি ২ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। 

আক্রমণ বেশি হলে- পাইরাজিন ৭০ ডব্লিউ ডি জি ৪ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। 

এছাড়া এই পোকার আক্রমণ প্রতিরোধ করতে আক্রমণের পূর্বে- থায়োসাইড ৭৫ ডব্লিউ ডি জি ১.৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। 

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ