টমেটোর ফল ছিদ্রকারী পোকা (Tomato Fruit Borer)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • পূর্ণবয়স্ক মথ স্থূলাকার হলুদ বর্নের। 
  • কীড়া বেলুনাকার, সবুজ রঙের ও লম্বাকৃতির ছাই রঙের দাগ আছে।, পুত্তলী গাঢ় বাদামী, দেহের পেছনে লম্বাকৃতির ধারালো কাঁটা আছে। 

ক্ষতির ধরণঃ

  • এই পোকা ফল ছিদ্র করে ভিতরের অংশ খায়। 
  • ফলের বৃন্তে ও ফলে আংশিক বুজে যাওয়া ছিদ্রের উপস্থিতি দেখা যায়। 
  • ফলের ভিতর জলীয় গর্তে পোকার বিষ্ঠা, সুড়ঙ্গপথ ও পচা অংশ চোখে পড়ে। 

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আগাম চাষ করা। 
  • আক্রান্ত ফল সংগ্রহ করে নষ্ট করে ফেলা। 
  • ফেরোমন ফাঁদ ব্যবহার করা। 

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • রিলোড ১৮ এস সি ৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। 
  • অথবা কট্‌ ১০ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।  
  • অথবা কেয়ার ৫০ এস পি ১২ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।  
  • অথবা প্রোটেক্ট ৫০ এস জি ১০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। 

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ