ঢেঁড়সের ডগা ও ফল ছিদ্রকারী পোকা (Okra Shoot and Fruit Borer)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • কীড়া সাধারণত গাছের ডগায় এবং ফলে থাকে।
  • ১-১.৫ ইঞ্চি বড় মথ।
  • পাখাতে ছিট ছিট বাদামি দাগ থাকে।

ক্ষতির ধরণঃ

  • পোকার কীড়া কচি ফল ও ডগা ছিদ্র করে ও ভিতরে কুরে কুরে খায়।
  • এরা ফলের কুঁড়িও খায়।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • ক্ষেত পরিস্কার পরিচ্ছন্ন রাখা।
  • আক্রান্ত ডগা ও ফল সংগ্রহ করে নষ্ট করা।
  • চারা রোপনের ১৫ দিন পর থেকে ক্ষেত ঘন ঘন পর্যাবেক্ষন করা।
  • জৈব বালাইনাশক ব্যবহার করা।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • রিলোড ১৮ এস সি ৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।
  • অথবা ফাইটার ২.৫ ই সি ১৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।
  • অথবা কট্‌ ১০ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।
  • অথবা কেয়ার ৫০ এস পি ১২ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।
  • অথবা প্রোটেক্ট ৫০ এস জি ১০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।
  • অথবা এসিমিক্স ৫৫ ই সি ২০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ