হোম
পরিচিতি
সংক্ষিপ্ত পরিচিতি
পরিচালনা পর্ষদ
আমাদের কার্যক্রম
উৎপাদন ব্যবস্থা
বিতরণ ব্যবস্থা
ব্র্যান্ডসমূহ
পণ্য ও সেবা
বালাইনাশক সমাধান
ফলন বর্ধক
বায়ো সমাধান
স্প্রে সার্ভিস ও ইকুইপমেন্ট
সারফ্যাকটেণ্ট
ছাদ বাগান সমাধান
ব্যবসায় সমূহ
ক্রপ কেয়ার
ফ্লোরা
বায়ো ক্রপ কেয়ার
ফ্লো মাস্টার
গ্রীন সল্যুশন
ফসল সুরক্ষা
ধান
অর্থকরী ফসল
ডাল জাতীয় ফসল
মসলা ফসল
ফুল ও ফল
দানাদার ফসল
তেল জাতীয় ফসল
সবজি ফসল
মিডিয়া
পুরষ্কার
ইভেন্ট
ডাউনলোড
কৃষি ও আমরা
যোগাযোগ
বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা (Brinjal Shoot and Fruit Borer)
ক্ষতিকর পোকামাকড়
হোম
ফসল সুরক্ষার নির্দেশিকা- Crop Pest Solution
সবজি ফসল
বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা (Brinjal Shoot and Fruit Borer)
পরিচিতিঃ
পাখায় বাদামী দাগযুক্ত সাদা রঙের স্ত্রী মথ কচি ডগা, ফুল, কুঁড়ি এবং ফলের বৃতিতে একটি একটি করে ডিম পাড়ে।
ডিম ফুটে লালচে গোলাপী রঙের কীড়া ফুল, কুঁড়ি, কচি ডগা ও বৃতি ছিদ্র করে ভিতরে ঢোকে।
আক্রান্ত ফল থেকে কীড়া বের হয়ে মাটিতে পুত্তলী অবস্থায় থাকে।
ক্ষতির ধরণঃ
কীড়া, কুঁড়ি, পাতার বোটা, কচি ডগা ইত্যাদি ছিদ্র করে খেতে খেতে ভিতরে ঢুকে সুড়ঙ্গ তৈরি করে।
সুড়ঙ্গ সৃষ্টি করার ফলে কচি ডগা ঢোলে পড়ে এবং অবশেষে মারা যায়।
একই ভাবে ফল ছিদ্র করে ভিতরে ঢোকে ও শাঁস খায়।
আক্রান্ত ডগা শুকিয়ে যায় এবং পাশ থেকে শাখা-প্রশাখা উৎপন্ন হয়।
বেগুন কাটলে ভিতরেও পোকার মল ও পচা সুড়ঙ্গের চিহ্ন থাকে।
ক্ষতির ব্যপ্তিঃ
অন্যান্য বিভাগসমূহ
ধান এর সম্পূর্ণ বালাই ব্যবস্থাপনা
অর্থকরী ফসল
ডাল জাতীয় ফসল
মসলা ফসল
ফল এর বালাই সমস্যা ও সমাধান
দানাদার ফসল
তেল জাতীয় ফসল
সবজি ফসল
অনুকূল পরিবেশ
বেগুন ফসলের জমিতে সাধারণত চারা রোপণের ৪-৫ সপ্তাহ পর থেকেই বেগুনের কচি ডগায় ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ শুরু হয়।
সাধারণত অন্য বেগুনের জমি বা আশপাশের পুরনো শুকনা বেগুন গাছের স্তূপ থেকে পোকার মথ জমিতে আসে এবং পরে ডগা ও ফলে বংশবৃদ্ধি করে।
ঋতুভেদে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমনের মাত্রায় ভিন্নতা দেখা যায়।
উষ্ণ এবং আদ্র আবহাওয়া এ পোকার বংশবৃদ্ধিতে সহায়ক ভুমিকা পালন করে বলে গ্রীষ্মকালে এ পোকার ব্যপক আক্রমন পরিলক্ষিত হয়।
অন্যদিকে শীতকালে এ পোকার আক্রমনের হার কম থাকে।
জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ
বেগুনের জমি গভীরভাবে চাষ করা ও আগাছা মুক্ত রাখা।
প্রতি সপ্তাহে অন্তত একবার আক্রান্ত ডগা ও ফল ছিড়ে ধ্বংস করতে হবে এবং জমি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
১ লিটার পানিতে ৫০ গ্রাম আধাভাঙ্গা নিমবীজ ১২ ঘন্টা ভিজিয়ে রেখে, ছেঁকে আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে এই পোকা নিয়ন্ত্রন করা যায়।
সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে পুরুষ মথ ধরে এদের বংশ কমানো।
রাসায়নিক পদ্ধতিতে দমনঃ
রিলোড ১৮ এস সি ৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।
অথবা ফাইটার ২.৫ ই সি ১৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।
অথবা কট্ ১০ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।
অথবা কেয়ার ৫০ এস পি ১২ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।
অথবা প্রোটেক্ট ৫০ এস জি ১০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।
সুপারিশকৃত পণ্য সমূহ
রিলোড ১৮ এস সি
ফাইটার ২.৫ ই সি
কট ১০ ই সি
কেয়ার ৫০ এস পি
প্রোটেক্ট ৫০ এস জি
আমাদের ব্র্যান্ডসমূহ