শিমের ফল ছিদ্রকারী পোকা (Bean Pod Borer)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • মথটির পাখা ডোরাকাটা মাঝারি আকারে এবং বাদামি/মেটে রঙের।
  • দেহে খাড়া খাড়া শুঁয়া থাকে।
  • ১৮-২৫ দিনের মাঝে বড় হয়।

ক্ষতির ধরণঃ

  • ফল ও বীজ ছিদ্র করে নষ্ট করে ।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • গাছের বাড়ন্ত পর্যায় ও ফলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আগাম বীজ ও সুষম সার ব্যবহার করুন।
  • গাছের নিচে ঝরে পড়া ফুল, ফল ও পাতা সংগ্রহ করে মাটির নিচে পুঁতে ফেলুন।
  • ১ লিটার পানিতে ৫০ গ্রাম আধাভাঙ্গা নিমবীজ ১২ ঘন্টা ভিজিয়ে রেখে, ছেঁকে আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে এই পোকা নিয়ন্ত্রন করা যায়।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • রিলোড ১৮ এস সি ৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।
  • অথবা ফাইটার ২.৫ ই সি ১৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।
  • অথবা এসিমিক্স ৫৫ ই সি ২০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।
  • অথবা প্রোটেক্ট ৫০ এস জি ১০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ