সূর্যমুখীর হোয়াইটমোল্ড রোগ (White Mold)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • Sclerotinia sclerotiorum  ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। 
  • এই রোগ Sclerotinia wilt নামেও পরিচিত। 
  • ফসলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে। 
  • ফসলের পাতার অংশে আক্রমণ করে। 

ক্ষতির ধরণঃ

  • পাতার বোটায়, কান্ডে ও ফলে পচন ও সাদা তুলার মত বস্তু দেখা যায়। 

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • প্লাবন সেচের পরিবর্তে স্প্রিংলার সেচ দেয়া। 
  • আক্রান্ত ফল, পাতা ও ডগা অপসারণ করা। 
  • রোগ প্রতিরোধী জাত চাষ করা। 
  • সুষম সার ব্যবহার করুন। 

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • প্রাউড ২৫ ই সি ১০ মি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে ভালভাবে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মি.লি.। 
  • ১০- ১২ দিন পরপর ২/৩ বার স্প্রে করতে হবে। 

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ