সূর্যমুখীর কাটুই পোকা (Sunflower Cutworm)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • ছোট আকারের মথ, হালকা বাদামি। 
  • এরা নিশাচর অর্থাৎ রাতে এদের বেশি দেখা যায়। কীড়ার রং বেগুনী থেকে বাদামি বেগুনী। 
  • এই পোকা মাটিতে থাকে। 

ক্ষতির ধরণঃ

  • রাতে চারার গোড়া কেটে ফেলে

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • দিনের বেলায় এই পোকা মাটির নিচে বা আবর্জনার ভিতরে লুকিয়ে থাকে এবং রাতে চারাগাছের কাণ্ড কেটে দেয় ও পাতা খেয়ে ফেলে। 

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • সকাল বেলায় কেটে দেয়া চারার আশেপাশের মাটি খুড়ে কীড়া সংগ্রহ করে মেরে ফেলুন।  
  • জমি পরিষ্কার করে আবর্জনা এক জায়গায় সারারাত স্তূপ করে রাখলে পোকা সেখানে এসে জমা হবে, পরের দিন সকালে পোকা সহ আবর্জনা পুড়ে ফেলতে হবে। 
  • এ পোকা নিশাচর, রাতের বেলায় সক্রিয় থাকে তাই রাতে-রাতে টর্চ দিয়ে খুজে খুজে পোকা মেরে ফেলা। 
  • সেচ দিন, এবং ক্ষেতের মাটি আলগা করে দিন।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমণ বেশি হলে কেয়ার ৫০ এস পি ৩০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতাংশ জমিতে ভালভাবে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ৬০০ গ্রাম। 
  • অথবা ফাইটার ২.৫ ই সি ১৫ মি.লি. প্রতি ১০লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতাংশ জমিতে ভালভাবে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ৩০০ মি.লি.। 
  • ১০-১২ দিন পরপর ২/৩ বার স্প্রে করতে হবে। 

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ