হোম
পরিচিতি
সংক্ষিপ্ত পরিচিতি
পরিচালনা পর্ষদ
আমাদের কার্যক্রম
উৎপাদন ব্যবস্থা
বিতরণ ব্যবস্থা
ব্র্যান্ডসমূহ
পণ্য ও সেবা
বালাইনাশক সমাধান
ফলন বর্ধক
বায়ো সমাধান
স্প্রে সার্ভিস ও ইকুইপমেন্ট
সারফ্যাকটেণ্ট
ছাদ বাগান সমাধান
ব্যবসায় সমূহ
ক্রপ কেয়ার
ফ্লোরা
বায়ো ক্রপ কেয়ার
ফ্লো মাস্টার
গ্রীন সল্যুশন
ফসল সুরক্ষা
ধান
অর্থকরী ফসল
ডাল জাতীয় ফসল
মসলা ফসল
ফুল ও ফল
দানাদার ফসল
তেল জাতীয় ফসল
সবজি ফসল
মিডিয়া
পুরষ্কার
ইভেন্ট
ডাউনলোড
কৃষি ও আমরা
যোগাযোগ
সয়াবিনের পাতার রাস্ট (Soybean rust)
রোগবালাই
হোম
ফসল সুরক্ষার নির্দেশিকা- Crop Pest Solution
তেল জাতীয় ফসল
সয়াবিনের পাতার রাস্ট (Soybean rust)
পরিচিতিঃ
Phakopsora pachyrhizi
এবং
Phakopsora meibomiae
নামক ছত্রাক জীবাণুর আক্রমণে এ রোগ হয়।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : পূর্ণ বয়স্ক
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা
ক্ষতির ধরণঃ
পাতার নিচের দিকে প্রথমে মরিচা পড়ার ন্যায় সামান্য উঁচু বিন্দুর মত দাগ দেখা যায়।
আক্রমণ বেশি হলে পাতার উপরের পিঠে এ রোগ দেখা যায়।
ক্ষতির ব্যপ্তিঃ
অন্যান্য বিভাগসমূহ
ধান এর সম্পূর্ণ বালাই ব্যবস্থাপনা
অর্থকরী ফসল
ডাল জাতীয় ফসল
মসলা ফসল
ফল এর বালাই সমস্যা ও সমাধান
দানাদার ফসল
তেল জাতীয় ফসল
সবজি ফসল
জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ
নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিন।
ফসল সংগ্রহের পর পরিত্যাক্ত অংশ পুড়িয়ে ফেলুন।
রাসায়নিক পদ্ধতিতে দমনঃ
রোগ দেখা দিলে প্রাউড ২৫ ই সি ২০ মি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ৪০০ মি.লি.।
অথবা ব্লাস্টিন ৭৫ ডব্লিউ ডি জি ৬ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ১২০ গ্রাম।
১০-১২ দিন পরপর ২/৩ বার স্প্রে করুন।
সুপারিশকৃত পণ্য সমূহ
প্রাউড ২৫ ই সি
ব্লাস্টিন ডব্লিউ ডি জি
আমাদের ব্র্যান্ডসমূহ