সরিষার কাটুই পোকা (Cut Worm of Mustard)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • মথ মাঝারি আকারের ধুসর রঙের কালছে ছোপ ছোপ ডোরাকাটা। 
  • পাখায় হালকা ঝালরের মতো সুক্ষ পশম থাকে। 
  • পীঠ বরাবর লম্বা লম্বি হালকা ধূসর / কালো চওড়া রেখা আছে। 
  • পুত্তলি গাঢ় বাদামি কাটার মতো অঙ্গ থাকে।

ক্ষতির ধরণঃ

  • রাতের বেলা মাটি বরাবর চারার গোড়া কেটে দেয়। 
  • সকাল বেলা চারা মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • দিনের বেলায় এই পোকা মাটির নিচে বা আবর্জনার ভিতরে লুকিয়ে থাকে এবং রাতে চারাগাছের কাণ্ড কেটে দেয় ও পাতা খেয়ে ফেলে। 

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • গভীর চাষ দিয়ে পোকা পাখিদের খাবার সুযোগ করে দিন।  
  • চারা লাগানোর/বপনের পর প্রতিদিন সকালে জমি পরিদর্শন করুন। 
  • সকাল বেলা কেটে ফেলা চারার আশে পাশে মাটি খুড়ে পোকা বের করে মারুন। 
  • জমির মধ্যে গর্ত বুজিয়ে ফেলতে হবে। 
  • রাতে আক্রান্ত জমির মাঝে মাঝে আবর্জনা জড়ো করে রাখলে তার নিচে কীড়া এসে জমা হবে, সকালে সেগুলোকে মেরে ফেলুন‌।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমণ বেশি হলে কেয়ার ৫০ এস পি ৩০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতাংশ জমিতে ভালভাবে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ৬০০ গ্রাম। 
  • অথবা ফাইটার ২.৫ ই সি ১৫ মি.লি. প্রতি ১০লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতাংশ জমিতে ভালভাবে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ৩০০ মি.লি.। 
  • মাটিসহ গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। 
  • ১০-১২ দিন পরপর ২/৩ বার স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ