সরিষার ফ্লি বিটল পোকা (Flea Beetle)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • ছোট কালো রঙের পোকা। 

ক্ষতির ধরণঃ

  • পাতা ছোট ছোট ছিদ্র করে খায়। 
  • আক্রান্ত পাতায় অসংখ্য ছিদ্র হয়। 

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করুন।  
  • জমিতে জৈব সার প্রয়োগ করুন। আক্রান্ত গাছে ছাই ছিটান। 
  • হাত জাল দ্বারা পোকা সংগ্রহ করুন। 
  • চারা গাছ জাল দিয়ে ঢেকে দিন। 
  • ৫০০ গ্রাম নিম বীজের শাঁস পিষে ১০ লিটার পানিতে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে তা ছেঁকে আক্রান্ত ক্ষেতে স্প্রে করুন।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • কট্‌ ১০ ই সি ১০ মি.লি. প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতাংশ জমিতে ভালভাবে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মি.লি.। 
  • ১০-১২ দিন পরপর ২/৩ বার স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ