চিনাবাদামের মরিচা রোগ (Rust of Groundnut)

রোগবালাই

পরিচিতিঃ

  • Puccinia aracidis ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে। 
  • ফসলের চারা ও বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে। 
  • ফসলের পাতার অংশে আক্রমণ করে। 

ক্ষতির ধরণঃ

  • এ রোগের প্রাথমিক অবস্থায় পাতার নিচের পিঠে মরিচা পড়ায় ন্যায় সামান্য উঁচু বিন্দুর মত দাগ দেখা যায়। 
  • দাগ ধীরে ধীরে বড় হতে থাকে। আক্রমণের মাত্রা বেড়ে যাবার সাথে সাথে পাতার উপরের পিঠেও এ দাগ দেখা যায়। 
  • ফসল বেশি আক্রান্ত হলে ফলন অনেক কমে যায়। 

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আগের ফসলের নাড়া বা অবশিষ্ট অংশ ভালভাবে ধ্বংস করতে হবে। 
  • পূর্ববর্তী ফসল থেকে গজানো গাছ, আগাছা এবং খড় পুড়ে ফেলে এ রোগের আক্রমণ অনেকটা কমানো যায়। 

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • এমকোজিম ৫০ ডব্লিউ পি ১০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে ভালভাবে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ গ্রাম। 
  • অথবা এক্সট্রামিল ৭২০ ডব্লিউ পি ২০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে ভালভাবে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ৪০০ গ্রাম। 
  • আক্রমণ বেশি হলে- প্রাউড ২৫ ই সি ১০ মি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে ভালভাবে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মি.লি.। 
  • ১০- ১২ দিন পরপর ২/৩ বার স্প্রে করতে হবে। 

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ