চিনাবাদামের লিফ স্পট (Leaf spot) বা টিক্কা (Tikka) রোগ

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • Cercospora arachidicola এবং Cercosporidium personatum নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে। 
  • ফসলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে। 
  • ফসলের পাতার অংশে আক্রমণ করে। 

ক্ষতির ধরণঃ

  • রোগের আক্রমণের ফলে পাতার উপরে বাদামী রঙের দাগের সৃষ্টি হয়। দাগ আকারে বড় হতে থাকে এবং পাতার উপরে ছড়িয়ে পড়ে। 
  • গাছ দেরিতে আক্রান্ত হলে পাতার নিচে দাগ দেখা যায়। এক্ষেত্রে দাগ গাঢ় বাদামী হতে কালচে বর্ণের হয়। 
  • পাতার বাকি অংশের সবুজ রং মলিন হয়ে যায় এবং চূড়ান্ত পর্যায়ে গাছের উপরের কয়েকটি কচি পাতা ছাড়া বয়স্ক পাতাগুলো ধীরে ধীরে ঝরে পড়ে। 
  • দাগগুলি নানা আকারের হয় এবং পাতার উপর এলোমেলো দাগ ছড়িয়ে পড়ে। 
  • মাঝে মাঝে দুই বা ততোধিক দাগ একত্রে মিলিত হয়ে বড় দাগের সৃষ্টি করে। 

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • অপেক্ষাকৃত উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় এবং প্রবল বায়ুপ্রবাহ রোগ বৃদ্ধির পক্ষে অনুকূল।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • ফসলি জমির পরিত্যক্ত অংশের মাধ্যমে এই রোগ পরের বছরে ছড়ায়। 
  • তাই মৌসুমের শেষে আক্রান্ত গাছের যাবতীয় অংশ সমূহ সতর্কতার সাথে সংগ্রহ করে পুড়িয়ে বা গর্ত করে পুঁতে ফেলতে হবে।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • এমকোজিম ৫০ ডব্লিউ পি ১০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে ভালভাবে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ গ্রাম। 
  • কন্‌জা প্লাস ১০ এস সি ১০ মি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে ভালভাবে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মি.লি.। 
  • ১০- ১২ দিন পরপর ২/৩ বার স্প্রে করতে হবে। 

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ