চিনাবাদামের উঁইপোকা (Groundnut Termite)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • পোকা সাদা, শরীর নরম, মাথা লাল এবং কাঁচির মত দুটি দাঁত আছে

ক্ষতির ধরণঃ

  • এরা দলবব্ধ হয়ে গাছের প্রধান শিকড় কেটে দেয় ও শিকড়ের ভিতরে গর্ত সৃষ্টি করে। 
  • মাটির নিচে বাদামের খোসা ছিদ্র করে বীজ খায়। 

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • পানির সাথে কেরোসিন মিশিয়ে সেচ দিলে উইপোকা জমি ত্যাগ করে। 
  • পাট কাঠির ফাঁদ তৈরি করে এ পোকা দমন করা যায়। মাটির পাত্রে পাটের কাঠি ভর্তি করে পুঁতে রাখলে তাতে উইপোকা লাগে। 
  • তারপর ঐ কাঠি ভর্তি পাত্র তুলে উইপোকা মারতে হবে। 

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • জমি প্রস্তুতির শেষ চাষের সময় - গুলী ৩ জি আর বিঘা প্রতি ২ কেজি করে প্রয়োগ করতে হবে। একর প্রতি প্রয়োগ মাত্রা ৬.৪ কেজি। 
  • অতি আক্রমণে গোলা ৪৮ ই সি ১০ মিলি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ২০ মিলি। 

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ