জ্যাসিড / পাতা শোষক পোকা (Groundnut Jassid)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • ক্ষুদ্র সবুজ পোকা। এদের দেহ লম্বা। 
  • রং বাদামী সবুজ বর্ণের হয়ে থাকে। 
  • এরা পাতার নিচের পৃষ্ঠে থাকে। 

ক্ষতির ধরণঃ

  • কচি পাতার নিচের দিক থেকে রস চুসে খায় ও এক প্রকার বিষাক্ত পদার্থ নিঃসৃত করে। এর ফলে পাতার অগ্রভাগ বাদামী বর্ণ ধারণ করে। 
  • আক্রান্ত পাতা কুচকে যায়। ফলে বৃদ্ধি ব্যাহত হয়, ফুল ও ফল ধারণ বাধাগ্রস্ত হয়।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • ৫০ গ্রাম নিম বীজ ভেঙ্গে ১ লিটার পানিতে ১২ ঘণ্টা ভিজিয়ে ২-৩ গ্রাম ডিটারজেন্ট বা গুঁড়ো সাবান মিশিয়ে ছেকে ১৫ দিন অন্তর ৩ বার ছিটিয়ে পোকা দমন করুন। 

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • এ পোকা দমনে টিডো প্লাস ৭০ ডব্লিউ ডি জি ২ গ্রাম ১০ লিটার পানিতে ভালভাবে মিশিয়ে প্রতি ৫ শতাংশ জমিতে স্প্রে করে প্রয়োগ করতে হবে। 
  • ১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করুন। 

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ