সূর্যমুখীর ডাউনি মিলডিউ রোগ (Downy mildew)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • Plasmopara halstedii নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। 
  • ফসলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে। 
  • ফসলের পাতার অংশে আক্রমণ করে। 

ক্ষতির ধরণঃ

  • বয়স্ক পাতায় এ রোগ প্রথম দেখা যায়। 
  • আক্রান্ত পাতার গায়ে সাদা বা হলদে থেকে বাদামী রঙের দাগ দেখা যায়। 
  • ধীরে ধীরে অন্যান্য পাতায় ছড়িয়ে পড়ে। 

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • অপেক্ষাকৃত ঠান্ডা ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় এই রোগ বেশি ক্ষতি করে। 

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রান্ত ফল, পাতা ও ডগা অপসারণ করা। 
  • রোগ প্রতিরোধী জাত চাষ করা। 
  • সুষম সার ব্যবহার করুন। 

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমণ দেখা দিলে- নেমিসপোর ৮০ ডব্লিউ পি ৪৫ গ্রাম প্রতি ১০ গ্রাম পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ৯০০ গ্রাম। 
  • ঔষধ স্প্রে করার সময় লক্ষ্য রাখতে হবে যেন পাতার উপরের ও নিচের অংশ সম্পূর্ণরূপে ভিজে যায়। 

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ
Error