ধানের সবুজ পাতা ফড়িং (Green Leaf Hopper)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • পূর্ণবয়স্ক সবুজ পাতা ফড়িং ৩-৫ মিলিমিটার লম্বা এবং গায়ে উজ্জল সবুজ রঙের সাথে বিভিন্ন কাল দাগ থাকে। 
  • এরা পাতার মধ্য শিরায় বা পাতার খোলে ডিম পাড়ে। 
  • এদের বাচ্চাগুলো পাঁচ বার খোলস বদলায় এবং এদের গায়ে বিভিন্ন ধরনের দাগ আছে।

ক্ষতির ধরণঃ

  • পূর্ণবয়স্ক এবং নিম্ফ উভয় অবস্থায় এরা ক্ষতি করে। 
  • এরা কান্ডের রস চুষে খায়।  
  • এরা বেটে ধান, ক্ষণস্থায়ী হলদে রোগ, টুংরো ও হলুদ বাসন নামক ভাইরাস রোগ ছড়ায়।

ক্ষতির ব্যপ্তিঃ

  • সবুজ পাতা ফড়িং সময়মত দমন করা না গেলে মারাত্মক ক্ষতিকর পোকা হয়ে উঠতে পারে। কেননা এ পোকা অনেকগুলি ভাইরাস রোগের বাহক। আর ভাইরাস রোগ একবার ছড়িয়ে পড়লে কোন ভাবেই রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য এই পোকা দমন করা না গেলে সম্পূর্ণ ফসলই নষ্ট হয়ে যেতে পারে।

অনুকূল পরিবেশ

  • ইহা প্রধানত আমন ও আউশ মৌসুমে বেশি দেখা যায় তবে বোরো মৌসুমেও এর প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়।
আক্রান্ত ফসলের নমুনা

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আলোর ফাঁদ ব্যাবহার করে পাতা ফড়িং মেরে ফেলা। 
  • পরিষ্কার-পরিচ্ছন্ন চাষ করা। 
  • রোগ সহনশীল জাত যেমন- ব্রি ধান ৩১, ৪১, চাষ করা যেতে পারে। 
  • সুষম পরিমাণে ইউরিয়া, টি এস পি এবং পটাশ সার ব্যবহার করা।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • সবুজ পাতা ফড়িং দমনের জন্য- বেনথিয়াম ৪০ ডব্লিউ ডি জি ২.৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ৫০ গ্রাম।   
  • অথবা ফাইটার ২.৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।   
  • অথবা ল্যামিক্স ২৪.৭ এস সি ২০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ৪০০ মিলি। 
  • অথবা সিডিয়াল ৫ জি প্রতি বিঘাতে ১.৩ কেজি প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ৪ কেজি। 
  • এছাড়া পোকার আক্রমণ প্রতিরোধ করতে আক্রমণের পূর্বে- থায়োসাইড ৭৫ ডব্লিউ ডি জি ১.৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। বিঘা প্রতি মাত্রা ১০ গ্রাম।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ