ধানের সরু বাদামী দাগ রোগ (Narrow brown spot)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • রোগ জীবাণু- Cercospora oryzae
  • এটি ছত্রাকজনিত রোগ। 
  • ধরন- অপ্রধান ক্ষতিকারক

ক্ষতির ধরণঃ

  • এই রোগের আক্রমণে পাতায় ছোট ছোট ও লম্বালম্বি বাদামি রঙের দাগ পড়ে। 
  • দাগগুলো পাতার শিরার সমান্তরালে থাকে। 
  • এই রোগ বীজের বোঁটায় এবং ধানের তুষের উপরও হয়ে থাকে।

ক্ষতির ব্যপ্তিঃ

আক্রান্ত ফসলের নমুনা

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • ফসল কাটার পর ক্ষেতের নাড়া পুড়িয়ে ফেলা। 
  • সুস্থ বীজ সংগ্রহ ও বপন করা। 
  • সুষম সার ব্যবহার করা। 
  • রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জাত চাষ করা। 

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • গাছের চারা অবস্থায় রোগ প্রতিরোধের জন্য- এমকোজিম ৫০ ডব্লিউ পি ১০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০গ্রাম। 
  • রোগ দেখা দিলে- এসিবিন ২৮ এস সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ