ধানের স্কিপার পোকা (Rice skipper)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • ধানের স্কিপারগুলো সব ধানী পরিবেশে পাওয়া যায় কিন্তু বৃষ্টি নির্ভর ধান ক্ষেতে এদের প্রচুর পরিমাণে পাওয়া যায়।
  • এরা কমলা চিহ্ন সম্বলিত হালকা বাদামি রঙের হয় এবং ডানায় সাদা রঙের একটি বৈশিষ্ট্যগত নকশা রয়েছে।
  • পূর্ণাঙ্গ পোকা দিবাচর হয় এবং তাদের ঝটপট উড়ার ক্ষমতা রয়েছে, যেহেতু এদের নামানুসারে এরা একগাছ থেকে আরেক গাছে উড়ে যায়।
  • স্ত্রী পোকা সাদা বা ফ্যাকাশে হলুদ, গোলাকার ডিম পাড়ে। লার্ভাগুলো নিশাচর হয়। এগুলো প্রায় ৫০ মিমি আকারের ও সবুজ রঙের হয় এবং মাথার উভয় পার্শ্বে লালচে উল্লম্ব ডোরা দাগ যুক্ত থাকে।
  • পিউপা হালকা বাদামী বা হালকা সবুজ রঙের হয় এবং মাথা চোখা হয়।

ক্ষতির ধরণঃ

  • ধানের সদ্য রোপিত চারা গাছ প্রথমে আক্রান্ত হয়। বড় বড় লার্ভা বেশির ভাগ পত্র মোচনের জন্য দায়ী।
  • এ পোকার কীড়াগুলো ধানের পাতার পাশ থেকে খেতে খেতে মধ্যশিরার দিকে আসে।
  • কয়েকটি বৃহৎ লার্ভা কখনও কখনও শুধুমাত্র মধ্য শিরা রেখে বাকি পাতা খেয়ে ফেলে।

ক্ষতির ব্যপ্তিঃ

  • ধানের স্কীপার পোকা তেমন মুখ্য ক্ষতিকর পোকা নয়। এদের আক্রমণের দ্বারা ফলন লোকসান হওয়ার ঘটনা খুবই বিরল।

অনুকূল পরিবেশ

  • খরা,ভারী বৃষ্টি বা বন্যার মত চরম আবহাওয়া এদের বিস্তারের জন্য অনুকুল।
  • কীটনাশকের অপব্যবহার উপকারী পোকামাকড় ধ্বংস করে এবং এ কারণে ধানের স্কিপার পোকার আক্রমণ পরিলক্ষিত হয়।
আক্রান্ত ফসলের নমুনা

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আলোর ফাঁদের সাহায্যে পূর্ণবয়স্ক মথ ধরে ধ্বংস করা।
  • পরজীবী এবং শিকারী পোকা জমিতে ধানের স্কিপার পোকার পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে।
  • লাঠি ব্যবহার করে চারা গাছের পাতায় আঘাত করে লার্ভাকে নিচে ফেলে দিন (যা পরে ডুবে মারা যাবে)।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • শতকরা ২৫ ভাগ পাতা ক্ষতিগ্রস্থ হলে কীটনাশক ব্যবহার করা।
  • এ পোকা দমনের জন্য- গোলা ৪৮ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।
  • পোকার আক্রমণ প্রতিরোধ করতে আক্রমণের পূর্বে- থায়োসাইড ৭৫ ডব্লিউ ডি জি ১.৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। বিঘা প্রতি মাত্রা ১০ গ্রাম।
  • বিকালে স্প্রে করা অধিক উপকারী।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ