ধানের পামরী পোকা (Rice Hispa)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • পূর্ণবয়স্ক পামরী পোকার গায়ের রঙ কালো এবং পিঠে কাঁটা আছে। 
  • কীড়াগুলো অতি ক্ষুদ্র এবং হলদে ধরণের, বয়স্ক পোকার পাখায় কমলা বাদামী স্ট্রাইপ ও ঢেউ খেলানো অসংখ্য দাগ দেখা যায়। 
  • পূর্ণবয়স্ক ও তাদের কীড়াগুলো উভয়ই ধান গাছের ক্ষতি সাধন করে। 
  • পামরী পোকা ৩-৪ সপ্তাহের মধ্যে জীবন চক্র সম্পূর্ণ করে। 
  • জীবনচক্রের স্তর চারটি (৪-৬ দিন), (লার্ভা ২১-২৮ দিন), (পিউপা ৬-৭ দিন), (পূর্ণাজ্ঞ ৭-১০ দিন), (জীবনকাল ৪৫-৫১ দিন)। 
  • বৎসরে কমপক্ষে ৪ বার বংশবিস্তার করতে পারে, স্ত্রী পোকা ৩-৪ দিনের মধ্যে প্রায় ৩৩০ টি ডিম দেয়।

ক্ষতির ধরণঃ

  • আক্রান্ত পাতায় শিশার সমান্তরালে লম্বালম্বি দাগ পড়ে।  
  • ক্রীড়াগুলো পাতার দুই পর্দার মাঝে সুড়ঙ্গ করে সবুজ অংশ খাওয়ার ফলে পাতা শুকিয়ে যায়। 
  • এরা পাতার সবুজ অংশ এমন ভাবে খায় যে শুধু নিচের পর্দাটা বাকী থাকে।

ক্ষতির ব্যপ্তিঃ

  • পামরি পোকা বাংলাদেশের ধান ফসলের একটি মারাত্মক ক্ষতিকর পোকা। সধারণত এ পোকা প্রায় ২০% ফলন কমিয়ে দিতে পারে।

অনুকূল পরিবেশ

  • বাড়ন্ত জমিতে আক্রমণ বেশি হয় এবং ধান পাকার সময় পোকা থাকে না। 
  • আমন মৌসুমে এর প্রাদুর্ভাব বেশি তবে আউশ ও বোরো মৌসুমেও এদের প্রাদুর্ভাব দেখা যায়। 
  • উচ্চ তাপমাত্রা (২৫-৩০ ডিগ্রি সেঃ), উচ্চ আদ্রতা (৮০% এর উপরে), অতিরিক্ত বৃষ্টি, ক্রমাগত কয়েকদিন যাবত রাত্রের তাপমাত্রা উঠানামা, মৌসুমের শুরুতে ঘন বৃষ্টিপাত পরে বৃষ্টির অভাব।
আক্রান্ত ফসলের নমুনা

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • হাত জাল বা গামছা দিয়ে পোকা ধরে মেরে ফেলুন। 
  • আইল বা পার্শ্ববর্তী জায়গায় আগাছা পরিষ্কার করতে হবে। 
  • আক্রান্ত ক্ষেতের পাতা ৩-৪ সেন্টিমিটার কেটে ফেলতে হবে। 
  • গাছে কুশী ছাড়ার শেষ সময় পর্যন্ত পাতার গোড়ার শতকরা ২-৩ সেন্টিমিটার (প্রায় ১ ইঞ্চি) উপর থেকে ছেটে দিয়ে শতকরা ৭৫-৯২ টা পামরী পোকার কীড়া মেরে ফেলা যায় এবং পরবর্তী আক্রমণ রোধ করা যায়।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • পামরী পোকা দমনের জন্য- ফাইটার ২.৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি। 
  • অথবা কট্‌ ১০ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি। 
  • অথবা কেয়ার ৫০ এস পি ২৪ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ৪৮০ গ্রাম। 
  • অথবা গোলা ৪৮ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ