ধানের লম্বা শুড় উড়চুঙ্গা (Long horned Cricket)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • এই পোকা দৈর্ঘ্যে ২.৫৪ সেন্টিমিটার হয়। 
  • গায়ের রঙ সোনালী রঙ এর হয়।  
  • এরাও ঘাস ফড়িং এর মত লাফিয়ে চলে।  
  • এই পোকার জীবনচক্রে তিনটি স্তর থাকে- ডিম, কীড়া ও পূর্ণবয়স্ক।

ক্ষতির ধরণঃ

  • এই পোকা কীড়া ও পূর্ণবয়স্ক উভয় অবস্থায় ফসলের ক্ষতি করে। 
  • এরা কেটে কেটে এবং চিবিয়ে পাতার কিনারা ও শিরাগুলো বাদ দিয়ে এমন ভাবে খায় যে পাতা ঝাঝড়া হয়ে যায়।

ক্ষতির ব্যপ্তিঃ

আক্রান্ত ফসলের নমুনা

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • হাত জাল দিয়ে পোকা ধরে মেরে ফেলা। 
  • ডালপালা পুঁতে পাখির বাসার ব্যবস্থা করা।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমনের মাত্রা বেশী হলে গুলী ৩ জি আর বা ব্রিফার ৫ জি প্রয়োগ করা।  
  • গুলী ৩ জি আর  এর প্রয়োগ মাত্রা প্রতি বিঘাতে ১.৩ কেজি। একর প্রতি ৪ কেজি।  
  • ব্রিফার ৫ জি এর প্রয়োগ মাত্রা প্রতি বিঘাতে ১.৩ কেজি। একর প্রতি ৪ কেজি। 
  • এছাড়া পোকার আক্রমণ প্রতিরোধ করতে আক্রমণের পূর্বে- থায়োসাইড ৭৫ ডব্লিউ ডি জি ১.৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। বিঘা প্রতি মাত্রা ১০ গ্রাম।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ