আক্রমনের মাত্রা বেশী হলে গুলী ৩ জি আর বা ব্রিফার ৫ জি প্রয়োগ করা।
গুলী ৩ জি আর এর প্রয়োগ মাত্রা প্রতি বিঘাতে ১.৩ কেজি। একর প্রতি ৪ কেজি।
ব্রিফার ৫ জি এর প্রয়োগ মাত্রা প্রতি বিঘাতে ১.৩ কেজি। একর প্রতি ৪ কেজি।
এছাড়া পোকার আক্রমণ প্রতিরোধ করতে আক্রমণের পূর্বে- থায়োসাইড ৭৫ ডব্লিউ ডি জি ১.৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। বিঘা প্রতি মাত্রা ১০ গ্রাম।