ধানের লেদা পোকা (Rice Swarming Caterpillar)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • পূর্ণ বয়স্ক মথের পাখার বিস্তৃতি ১ ইঞ্চি। পূর্ণ বয়স্ক মথ গাছের নিচে গুচ্ছাকারে ডিম পারে। ডিম গুলি রেশমি লোম দ্বারা আবৃত। 
  • লেদা পোকা কেটে কেটে  খায়  বলে ইংরেজীতে এদের কাটওয়ার্ম বলে। 
  • এই প্রজাতির পোকারা সাধারণতঃ শুকনো ক্ষেতের জন্য বেশী ক্ষতিকর। কারণ এদের জীবন চক্র শেষ করার জন্য শুকনো জমির দরকার হয়। 
  • পার্শ্ববর্তী ঘাসের জমি থেকে লেদা পোকার কীড়া নিচু, ভিজা জমির ধানক্ষেত আক্রমণ করে। 
  • প্রথমাবস্থায় কীড়াগুলো শুধু পাতাই খায়, কিন্তু বয়স্ক কীড়া সম্পূর্ণ পাতাই খেয়ে ফেলতে পারে। এরা চারা গাছের গোড়াও কাটে।

ক্ষতির ধরণঃ

  • প্রথমাবস্থায় কীড়াগুলো শুধু পাতা খায়, বয়স্ক কীড়া সম্পূর্ণ পাতাই খেয়ে ফেলতে পারে। 
  • এরা চারা গাছের গোড়াও কাটে। পাতার পাশ থেকে কেটে এমনভাবে খায় যে ধান গাছের কান্ড অবশিষ্ট থাকে। 
  • কীড়া ও পূর্ণবয়স্ক উভয়ই ধানের পাতার পাশ থেকে খেতে থাকে। 
  • এরা চারার গোড়াও কাটে।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • লেদা পোকার আক্রমণ আমন ও আউশ মৌসুমে বেশি হয়। 
  • পার্শ্ববর্তী ঘাসের জমি থেকে লেদা পোকার কীড়া নিচু, ভিজা জমির ধানক্ষেত আক্রমণ করে।
আক্রান্ত ফসলের নমুনা

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রান্ত ক্ষেতে সেচ দিয়ে ডুবিয়ে দেওয়া। 
  • ডালপালা পুঁতে পার্সিং করে এদের সংখ্যা কমানো যায়। 
  • আলোর ফাঁদ ব্যবহার করে পূর্ণবয়স্ক মথ ধরে মেরে ফেলা। 
  • ধান কাটার পর শস্যের অবশিষ্ট অংশ পুড়িয়ে ফেলা।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • লেদা পোকা দমনের জন্য- ফাইটার ২.৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি। 
  • অথবা গোলা ৪৮ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি। 
  • অথবা এসিমিক্স ৫৫ ই সি ২০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি। 
  • অথবা ব্রিফার ৫ জি প্রতি বিঘাতে ১.৩ কেজি করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ৪ কেজি।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ