মাজরা পোকা ও টুংরো রোগ আক্রান্ত গাছে এই রোগের প্রাদুর্ভাব বেশি হয়।
গরম ও স্যাঁতসোঁতে আবহাওয়ায় এ রোগ বৃদ্ধি পায়।
বৃষ্টির ঝাপটায় এ রোগ ছড়ায়।
খোলপঁচা রোগটি সব মৌসুমেই দেখা যায়।
সাধারনত গাছের থোর অবস্থা এ রোগটির উপযোগী সময়।
চৈত্র মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে জ্যৈষ্ঠ মাস ও আষাঢ় মাসের মাঝামাঝি পর্যন্ত এ রোগের আক্রমণ বাড়তে থাকে, এমনকি আষাঢ়ের শেষ-শ্রাবণের শুরুতে কিছুটা কমলেও শ্রাবণের শেষ-ভাদ্রের পুরো মাসটাই তীব্রতর থাকে; তবে আশ্বিন মাসে কিছুটা কমলেও কার্তিক মাসে বেশ তীব্রতর হয়ে অগ্রহায়ণ মাসে কমতে থাকে।
আক্রান্ত ফসলের নমুনা
জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ
সুস্থবীজ ব্যবহার করা।
খড়কুটা জমিতে পুড়িয়ে ফেলা।
ইউরিয়া সারের ব্যবহার পরিমিত রাখা।
বীজ শোধন করা।
রাসায়নিক পদ্ধতিতে দমনঃ
খোলপঁচা রোগ দমনের জন্য- এসিবিন ২৮ এস সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।
অথবা ডিফার ৩০০ ই সি ৭.৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ১৫০ মিলি।
অথবা কন্জা প্লাস ১০ এস সি ৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ১০০ মিলি।