ধানের গান্ধী পোকা (Rice Bug)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • গান্ধীপোকা এক ধরণের দুর্গন্ধ ছড়ায় যার ফলে এর নাম গান্ধীপোকা। 
  • এ পোকা সরু লম্বা পা ও শুড় বিশিষ্ট, বাচ্চা সমূহ সবুজ থেকে বাদামী এবং পূর্ণবয়স্ক পোকা বাদামী থেকে হলদে সবুজ বর্ণের হয়। 
  • জীবনকাল ৬০-৯০ দিনের হয়। জীবনচক্রের স্তর ৪ টি- ডিম ৩-৬ দিন, নিম্ফ ১৫-৩০ দিন, পূর্ণবয়স্ক ৩০-৫০ দিন এবং বছরে ৫ টি জেনারেশন দিতে পারে। 
  • স্ত্রী পোকা পাতার উপর ২৪-৩০ টি গোলাকার খয়েরী রঙ এর ডিম সারি করে পাড়ে।

ক্ষতির ধরণঃ

  • বাচ্চা ও পূর্ণবয়স্ক উভয়ই ধানের দুধ অবস্থায় বাড়ন্ত দানা থেকে রস চুষে নেয় ফলে ধানে চিটা হয়। 
  • শক্ত দানা অবস্থায় আক্রমণ করার ফলে আক্রান্ত স্থান কালো হয়ে যায় এবং চাউলের মান খারাপ হয়।

ক্ষতির ব্যপ্তিঃ

  • ধানের গান্ধী পোকা সময়মত দমন করা না গেলে, মারাত্মক ক্ষতিকর হয়ে উঠতে পারে ফসলের জন্য এবং অনেক সময় ৩০% পর্যন্ত ফলন কমিয়ে দেয়।

অনুকূল পরিবেশ

  • দুধ অবস্থা, উচ্চ তাপমাত্রা (২৫-৩০ ডিগ্রি সেঃ), উচ্চ আর্দ্রতা (৮০% উপরে), গুড়ি গুড়ি বৃষ্টি।
আক্রান্ত ফসলের নমুনা

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • হাতজাল দিয়ে গান্ধী পোকা ধ্বংস করা। 
  • জমি হতে ২০০-৩০০ মিটার দূরে আলোর ফাঁদ ব্যবহার। 
  • ডিমের গাঁদা সংগ্রহ। 
  • শামুকের মাংসে বিষ মেখে পুটলি করে ক্ষেতের মাঝে মাঝে ঝুলিয়ে রেখে দমন করা যায়।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • গান্ধী পোকা দমনের জন্য- এসিমিক্স ৫৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি। 
  • অথবা ফাইটার ২.৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।  
  • অথবা গোলা ৪৮ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি। 
  • অথবা এসিপ্রিড প্লাস ৯৫ এস পি ৩ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। বিঘা প্রতি মাত্রা ২০ গ্রাম এবং একর প্রতি মাত্রা ৬০ গ্রাম।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ