দুধ অবস্থা, উচ্চ তাপমাত্রা (২৫-৩০ ডিগ্রিসেঃ), উচ্চ আর্দ্রতা (৮০% উপরে), গুড়ি গুড়ি বৃষ্টি।
আক্রান্ত ফসলের নমুনা
জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ
হাতজাল দিয়ে গান্ধী পোকা ধ্বংস করা।
জমি হতে ২০০-৩০০ মিটার দূরে আলোর ফাঁদ ব্যবহার।
ডিমের গাঁদা সংগ্রহ।
শামুকের মাংসে বিষ মেখে পুটলি করে ক্ষেতের মাঝে মাঝে ঝুলিয়ে রেখে দমন করা যায়।
রাসায়নিক পদ্ধতিতে দমনঃ
গান্ধী পোকা দমনের জন্য- এসিমিক্স ৫৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।
অথবা ফাইটার ২.৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।
অথবা গোলা ৪৮ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।
অথবা এসিপ্রিড প্লাস ৯৫ এস পি ৩ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। বিঘা প্রতি মাত্রা ২০ গ্রাম এবং একর প্রতি মাত্রা ৬০ গ্রাম।