এরা রাতের বেলায় আলোতে আকৃষ্ট হয়। স্ত্রী মথ গাছের নিচের পাতার পিছনর পিঠে ডিম পাড়ে। ডিম থেকে ৩-৬ দিন পর সবুজ রঙের কীড়া বের হয়। কীড়া ২-৩ সপ্তাহ পর পুত্তলীতে পরিণত হয়। পুত্তলী থেকে পূর্নবয়স্ক মথ বের হতে প্রায় ১ সপ্তাহ সময় লাগে।
পূর্ণবয়স্ক মথ ৮-১২ দিন বাঁচতে পারে।
চুঙ্গি পোকা প্রায় ৩৫ দিনে একবার জীবনচক্র সম্পন্ন করে।
ক্ষতির ধরণঃ
চুঙ্গি পোকার কীড়া পাতার সবুজ অংশ এমন ভাবে খায় যে শুধু পাতার উপরের পর্দাটা বাকী থাকে।
কীড়া বড় হলে পাতার উপরের অংশ কেটে ছোট ছোট চুঙ্গি তৈরি করে ভেতরে থাকে।
আক্রান্ত ক্ষেতে গাছের পাতা সাদা দেখায় এবং পাতার উপরের অংশ কাঁটা থাকে।
দিনের বেলায় চুঙ্গি পোকা পানিতে ভাসতে থাকে।
ক্ষতির ব্যপ্তিঃ
চুঙ্গী পোকার আক্রমণের ফলে ধান পরিপক্ক হতে ৭-১০ দিন বিলম্ব হয়।