ধানের চুঙ্গি পোকা (Rice Case Worm)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • পূর্ণবয়স্ক চুঙ্গি মথ প্রায় ৬ মিলি মিটার লম্বা হয়। 
  • এরা রাতের বেলায় আলোতে আকৃষ্ট হয়। স্ত্রী মথ গাছের নিচের পাতার পিছনর পিঠে ডিম পাড়ে। ডিম থেকে ৩-৬ দিন পর সবুজ রঙের কীড়া বের হয়। কীড়া ২-৩ সপ্তাহ পর পুত্তলীতে পরিণত হয়। পুত্তলী থেকে পূর্নবয়স্ক মথ বের হতে প্রায় ১ সপ্তাহ সময় লাগে। 
  • পূর্ণবয়স্ক মথ ৮-১২ দিন বাঁচতে পারে। 
  • চুঙ্গি পোকা প্রায় ৩৫ দিনে একবার জীবনচক্র সম্পন্ন করে।

ক্ষতির ধরণঃ

  • চুঙ্গি পোকার কীড়া পাতার সবুজ অংশ এমন ভাবে খায় যে শুধু পাতার উপরের পর্দাটা বাকী থাকে। 
  • কীড়া বড় হলে পাতার উপরের অংশ কেটে ছোট ছোট চুঙ্গি তৈরি করে ভেতরে থাকে। 
  • আক্রান্ত ক্ষেতে গাছের পাতা সাদা দেখায় এবং পাতার উপরের অংশ কাঁটা থাকে। 
  • দিনের বেলায় চুঙ্গি পোকা পানিতে ভাসতে থাকে।

ক্ষতির ব্যপ্তিঃ

  • চুঙ্গী পোকার আক্রমণের ফলে ধান পরিপক্ক হতে ৭-১০ দিন বিলম্ব হয়।

অনুকূল পরিবেশ

  • আমন মৌসুমে এ পোকা বেশি আক্রমণ করে।
আক্রান্ত ফসলের নমুনা

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রান্ত জমির দাঁড়ানো পানি সরিয়ে দিন এবং মাটি কয়েকদিন শুকিয়ে রাখুন। 
  • পার্চিং করা বা ডাল পুঁতে দেওয়া। 
  • আলোর ফাঁদ ব্যবহার করা। 
  • হাত জাল দিয়ে মথ সংগ্রহ করে ধ্বংস করা। 
  • কেরোসিন মিশ্রিত রশি দিয়ে টান দিয়ে চুঙ্গি মাটিতে ফেলে দেয়া।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • এসিপ্রিড প্লাস ৯৫ এস পি ৩ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। বিঘা প্রতি মাত্রা ২০ গ্রাম এবং একর প্রতি মাত্রা ৬০ গ্রাম।  
  • অথবা ফাইটার ২.৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ