ধানের ছাতরা পোকা (Rice Mealy Bug)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • স্ত্রী ছাতরা পোকা খুব ছোট, লালচে সাদা রঙের, নরম দেহ বিশিষ্ট, পাখাবিহীন এবং গায়ে সাদা মোম জাতীয় পদার্থের আবরণ থাকে।  
  • এক সাথে অনেকগুলো ছাতরা পোকা গাছের কান্ড ও খোল এবং পাতার খোলের মধ্যবর্তী জায়গায় থাকে। পুরুষ পোকা অনুপাতে সংখ্যায় খুবই কম বলে বিশেষ ক্ষতি করতে পারে না।

ক্ষতির ধরণঃ

  • গাছের কান্ড ও পাতার খোলের মধ্যবর্তী স্থানে একত্রে অধিক সংখ্যক থাকায় সাদা মোমের মত দেখা যায়। 
  • আক্রমণ তীব্র হলে গাছের শিষ বের হয় না। এছাড়া কোনো কোনো জায়গায় ধানগাছ বসে যায়।

ক্ষতির ব্যপ্তিঃ

  • এই পোকা তার অনুকূল পরিবেশ পেলে দ্রুত বৃদ্ধি পায় এবং ধানের ফলনে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।

অনুকূল পরিবেশ

  • শুকনো আবহাওয়ায় বা খরার সময়ে এবং যে সমস্ত জমিতে বৃষ্টির পানি মোটেই দাঁড়াতে পারে না সে ধরনের অবস্থায় ছাতরা পোকার আক্রমণ বেশি দেখতে পাওয়া যায়।
আক্রান্ত ফসলের নমুনা

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রান্ত গাছ সনাক্ত করার পর তা তুলে ধ্বংস করা। 
  • জমি ও বীজতলা নিয়মিত পরিদর্শন করুন।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • এসিপ্রিড প্লাস ৯৫ এস পি ৩ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। বিঘা প্রতি মাত্রা ২০ গ্রাম এবং একর প্রতি মাত্রা ৬০ গ্রাম।  
  • অথবা ফাইটার ২.৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি। 
  • এছাড়া পোকার আক্রমণ প্রতিরোধ করতে আক্রমণের পূর্বে- থায়োসাইড ৭৫ ডব্লিউ ডি জি ১.৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। বিঘা প্রতি মাত্রা ১০ গ্রাম।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ