রোগের জীবাণু-Fusarium moniliformae নামক ছত্রাক।
ছত্রাকজনিত এই রোগ গোড়া পচা বা সাদা ডাটা রোগ নামেও পরিচিত এবং পৃথিবীর প্রায় সকল ধান উৎপাদনকারী দেশ এই রোগটি দেখা যায়।
১৯৫৩ সালে প্রথম এই রোগ বাংলাদেশ দেখা যায় এবং তখন থেকে সর্বত্রই এই রোগের বিস্তার ঘটে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে এর প্রাদুর্ভাব বেশি। বিশেষত সিলেট অঞ্চলে এটি একটি বড় সমস্যা।
এ রোগের আক্রমণে ১৫% পর্যন্ত ফলন ঘাটতি হতে পারে। কোন কোন দেশে এই রোগ দ্বারা ৪০% পর্যন্ত ফলন ঘাটতির নজির পাওয়া গেছে।