আখের উঁইপোকা (Sugarcane Termite)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • পোকা সাদা, শরীর নরম, মাথা লাল এবং কাঁচির মত দুটি দাঁত আছে।

ক্ষতির ধরণঃ

  • রোপনকৃত বীজ খন্ড খেয়ে ফেলায় গাছ গজাতে পাড়ে না।
  • আখ দাঁড়ানো অবস্থায়ও এরা আখের মূল শিকড় ও কান্ড খেয়ে ক্ষতি করে এবং গাছ মরে যায়।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আগাম আখ চাষ করুন।
  • উন্নত জাতের আখ বপন করুন।
  • জমি নিয়মিত পরিদর্শণ করুন।
  • রাণীসহ উঁইপোকার দল ধ্বংস করুন।
  • আঁকাবাঁকা পদ্ধতিতে সেট রোপন করুন।
  • মাটির হাড়িতে পাট কাঠি, ধৈঞ্চা খাদ্য ফাঁদ রেখে জমিতে পুঁতে রেখে পরে তুলে উঁইপোকাগুলো মেরে ফেলুন।
  • সেচ দিয়ে কয়েকদিন পানি ধরে রাখুন।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • জমি প্রস্তুতির শেষ চাষের সময় - গুলী ৩ জি আর বিঘা প্রতি ২ কেজি করে প্রয়োগ করতে হবে।
  • এরপর আঁখ রোপণের ২৫-৩০ দিন পর গুলী ৩ জি আর বিঘা প্রতি ২ কেজি হারে প্রয়োগ করতে হবে।
  • একর প্রতি প্রয়োগ মাত্রা ৬.৪ কেজি।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ