পাটের লাল মাকড় (Jute Red Mite)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • লাল মাকড় সাধারণত বয়স্ক এবং নাবী পাট বীজ ফসলে আক্রমণ করে থাকে।
  • পূর্নাঙ্গ স্ত্রী মাকড় খুবই ক্ষুদ্র লাল রঙের তবে খালি চোখে এদেরকে গাছের পাতার উল্টোদিকে দেখতে পাওয়া যায়।
  • এরা ডিম্বাকৃতি ও লম্বায় ০.৪৮ মি মি। পুরুষ মাকড় পীতাভ লাল, লম্বায় ০.৩২ মি মি।
  • পাতার উল্টোদিকে লাল মাকড় সূক্ষ্ম জাল তৈরি করে।

ক্ষতির ধরণঃ

  • প্রথমে এরা পরিপক্ক পাতার উল্টোদিকে বসে রস চুসে খায়, ফলে পাতা হলদে রং ধারণ করে।
  • এরা গাছের নিচের দিকের পাতা খেতে খেতে উপরের দিকে উঠে এবং আক্রমণ ব্যাপক হলে এরা গাছের কচি পাতার রসও খেয়ে ফেলে। ফলে গাছের সব পাতা হলুদ বর্ণের হয়ে যায় এবং পাতা ঝরে পড়ে।
  • লাল মাকড় পাটের জন্য গৌণ ক্ষতিকারক হিসেবে পরিচিত।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

জুলাই হতে আগস্ট মাস পর্যন্ত আক্রমনের সময়।


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • পাট ক্ষেতের আশপাশ পরিষ্কার ও আগাছা মুক্ত রাখতে হবে। রাসায়নিক পদ্ধতিতে দমনঃ
  • পাটের লাল মাকড় দমনের জন্য একামাইট ১.৮ ই সি ২০ মি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে প্রয়োগ করুন।
  • একর প্রতি মাত্রা ৪০০ মি.লি.

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • পাটের লাল মাকড় দমনের জন্য একামাইট ১.৮ ই সি ২০ মি.লি.  ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে প্রয়োগ করুন। 
  • একর প্রতি মাত্রা ৪০০ মি.লি.

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ