পাটের কাতরী পোকা (Indigo Caterpillar)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • পূর্ণবয়স্ক পোকা একটি ছোট মথ।
  • সামনের ডানার উপরে কালো ফোটা আছে। কিন্তু পিছনের ডানা সাদা।
  • প্রথম অবস্থায় এই মথের কীড়ার রঙ সবুজ এবং মাথা কালো হয়।
  • পূর্ণবয়স্ক কীড়ার রং সবুজ অথবা গোলাপি বাদামী।
  • এদের গায়ে শুঙ্গ থাকে না, লম্বায় এরা ১ ইঞ্চি বা ২.৫ সেমি।

ক্ষতির ধরণঃ

  • অল্প বয়স্ক কীড়া কুঁড়ি পাতার ভেতর লুকিয়ে থাকে বলে সহজেই চোখে পড়ে না।
  • আক্রান্ত চারা গাছের কচি পাতার উপর পোকার মলের ছোট ছোট কালো রঙের বড়ি এবং ডগার ঝাঁজরা কচি পাতা দেখে এদের আক্রমণ সহজেই চেনা যায়।
  • একফুট উচ্চতা পর্যন্ত গাছ গুলো এদের দ্বারা আক্রান্ত হয়।
  • পূর্ণবয়স্ক কীড়া গাছের মাথার সব পাতাই খেয়ে ফেলে এবং গাছের ডগা পাতাশুন্য করে ফেলে। এতে গাছ দুর্বল হয়ে পড়ে ও গাছের উচ্চতা কমে যায়। ফলে ফলন কমে যায়।
  • এ পোকার আক্রমণে একরে ১.৫ হতে ২ মন পর্যন্ত পাটের ফলন কম হয়।
  • এ পোকা পাটের গৌণ হিসেবে চিহ্নিত।
  • মে থেকে জুন মাসে এদের আক্রমণ দেখা যায়।
  • খরার সময় এদের আক্রমণ বৃদ্ধি পায়।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রান্ত পাতা কীড়াসহ সংগ্রহ করে ধ্বংস করা।
  • ক্ষেতে ডাল-পালা পুঁতে পোকাভুগ পাখি বসার ব্যবস্থা করা।
  • কেরোসিন মিশ্রিত দড়ি ভিজিয়ে সে দড়ি দিয়ে ক্ষেতে টানা দিলে পোকা আক্রমণ কিছুটা কমানো যায়।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমণ বেশি হলে গোলা ৪৮ ই সি ১০ মিলিলিটার, ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করুন। একর প্রতি মাত্রা ২০০ মিলিলিটার।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ