Diplodia corchori নামক ছত্রাকের আক্রমণে এই রোগ হয়।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : পূর্ণ বয়স্ক
ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড
ক্ষতির ধরণঃ
প্রথমে আক্রান্ত গাছের গোঁড়ার দিকে মাটি হতে কিছু উপরে বাদামি রঙের দাগ পড়তে দেখা যায়। ক্রমশ এই দাগ কালচে রঙ ধারণ করে। দাগ বৃদ্ধির সাথে সাথে এটা কাণ্ডকে ঘিরে ফেলে। এ জন্য এই রোগকে কালোপট্টি রোগ বলে।
এই বেষ্টনী ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে।
একাধিক কালোপট্টি গাছের কাণ্ডে দেখা দিতে পারে।
আক্রান্ত গাছ নিস্তেজ হয়ে যায় এবং পাতা ঝরে পড়ে। অনেক সময় গাছের কাণ্ড এতই দুর্বল হয় যে বাতাসে ভেঙ্গে যায়।
পাতা বিহীন মৃত কাণ্ড গুলোর গায়ে হাত দিয়ে ঘষা দিলে হাত কালো হয়ে যায়।