ডিম থেকে শূককীট বের হওয়ার পরপর এদের রং ঘিয়ে থেকে ক্রমশ সবুজ হয়।
পূর্ণতাপ্রাপ্ত কীড়া প্রায় ১.৫ ইঞ্চি ও গায়ের রং সবুজ।
পূর্ণবয়স্ক পোকা হালকা বাদামি রঙের মথ। সামনের পাখায় ফোঁটা ও আঁকাবাঁকা কাল দাগ আছে।
পুরুষ মথের শুঙ্গ পেকটিনেট ও স্ত্রী মথের শুঙ্গ সুত্রাকার ধরনের।
ইহা মুখ্য পোকা হিসাবে চিহ্নিত।
ক্ষতির ধরণঃ
ডিম ফুটে কীড়া বের হওয়ার পর পরই এরা পাট গাছের কচি ডগা ও পাতা আক্রমণ করে।
প্রথম অবস্থায় পাতা ছিদ্র করে খায় এবং বড় হতে থাকলে পুরো পাতা খেয়ে ফেলে।
কোন কোন সময় কচি ডগা খেয়ে ফেলে এবং বারংবার কচি ডগাকে আক্রমণ করার ফলে গাছের আগা নষ্ট হয়ে যায় এবং শাখা প্রশাখা বের হয়। এতে পাটের ফলন ও আঁশের গুনগত মান কমে যায়।